কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতি মুহূর্তে বদল ঘটছে। দেশের এই পরিস্থিতিতে বুধবার বিকেলেই সর্বদলীয় জরুরি বৈঠক ডেকেছেন পার্লামেন্টের স্পিকার। কলম্বোর রাস্তায় এখনও সুনামির মতো জনস্রোত বয়ে চলেছে। শুধু দ্বীপরাষ্ট্রেই নয়, মালদ্বীপেও শ্রীলঙ্কার জনবিপ্লবের প্রত্যক্ষ প্রভাব পড়েছে। রাজধানী মালেতে বসবাসকারী শ্রীলঙ্কার নাগরিকরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন।
প্রেসিডেন্ট গোতাবায়াও বুঝে গিয়েছেন, তাঁর পক্ষে মালদ্বীপে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে থাকা অসম্ভব। তাই তিনি এদিন রাতেই সিঙ্গাপুরে চলে যেতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।
মালদ্বীপে গোতাবায়াকে রাখা হয়েছে পৃথিবী বিখ্যাত একটি হোটেল গ্রুপের কোটিপতিদের থাকার রিসর্টে। ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া মালদ্বীপ ইথাফুশি নামে ওই হোটেল কাম রিসর্টে যাঁরা থাকেন, বা থাকার যা খরচ, তাতে কয়েকশো কোটির মালিক না-হলে হয় না। গোতাবায়াকে এরকমই এক স্বর্গোদ্যানে রাখার ব্যবস্থা করা হয়েছে। মালদ্বীপের এই রিসর্টটির মালিক ধনকুবের মহম্মদ আলি জানাহর। জানাহ হলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদের ডান হাত।
আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন ও সরকারি চ্যানেলের দখল নিল আন্দোলনকারীরা
মালদ্বীপ জার্নাল নামে একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সমুদ্রের কোলে ওই রিসর্টেই রয়েছেন সস্ত্রীক গোতাবায়ে। যদিও সেখানকার কর্মচারীদের তাতে মোটেই সায় নেই বলে তারা জানিয়েছে। এই রিসর্টে একটি রাত্রিবাসের খরচ হচ্ছে ৫৯০৩ থেকে ৮৭৬০ মার্কিন ডলার। অর্থাৎ ৪ লক্ষ ৭০ হাজার টাকা থেকে ৬ লক্ষ ৯৭ হাজার টাকা। এখন শ্রীলঙ্কার প্রাক্তন প্রথম নাগরিকটি কোন ঘরে ‘মধুচন্দ্রিমা’ কাটাচ্ছেন তা অবশ্য জানা যায়নি। তবে এদিন পূর্ণিমা এ বিষয়ে কোনও সন্দেহ নেই।