কলকাতা: এর আগে টেলিভশনের পর্দায় একে অপরের বক্তব্যের প্রতিক্রিয়া তরজায় জড়াতে দেখা গিয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee)। এবার বিবাহ বিচ্ছেদের (Divorce) মামলার শুনানিতে এসে আদালত চত্বরে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বচসা হতে দেখা গেল। শনিবার বিবাহ বিচ্ছেদ মামলায় আদালত (Court) চত্বরে হাজির হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baishakhi Banerjee)। মধ্যাহ্নভোজের বিরতিতে একে অপরের সঙ্গে তীব্র বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অভিযোগ পাল্টা অভিযোগ থেকে আচমকাই তা ঝগড়াতে জড়ায়। তারপর সেখান থেকে চিৎকার শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শোভন অভিযোগ করেন, তাঁর অনেক কিছু এখনও দখল করে রেখেছেন রত্না ও তাঁর পরিবার। পাল্টা রত্নাকে বলতে শোনা যায় এখন গোলপার্কের যে বাড়িতে শোভন রয়েছেন সেটা শুভাশিস দাসের নামে রয়েছে। শুভাশিস রত্নার ভাই। এছাড়া ব্যক্তিগত নানা বিষয়ে একে অপরকে পরস্পরকে আক্রমণ করেন। এরপর সেখানে এগিয়ে আসেন শোভনের নিরাপত্তারক্ষীরা। রত্নাকে থামতে বলেন তাঁর আইনজীবীও। প্রায় ১৫ মিনিট ওই বিতণ্ডা চলে বলে জানা গিয়েছে। পরে দুপক্ষকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর আদালতের কাজ শেষে চত্বর থেকে বেরিয়ে যান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নিজের অনুগামীদের নিয়ে বেরিয়ে যান রত্না চট্টোপাধ্যায়ও। তবে গোটা ঘটনায় নীরব ছিলেন বৈশাখী। তিনি কোনও কথা বলেননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের তরফে দুজনকেই থামার জন্য অনুরোধ করা হয়েছিল।
আরও পড়ুন: দল আমার পাশে আছে, আর কী বললেন সায়নী
২০১৮ সালের নভেম্বর মাসে বেহালার পর্ণশ্রীর বাড়ি ছেড়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। গোলপার্কের একটি আবাসনে উঠে গিয়েছিলেন তিনি। তখন থেকে পরিবার থেকে দূরে থাকেন শোভন চট্টোপাধ্যায়। শোভন এরপর রাজনীতির বৃত্ত থেকেও অনেকটা সরে যান। মাঝখানে বিজেপিতে যোগদান করেছিলেন। পরে সেখান থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। এখন ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পাশাপাশি বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তা শোভন চট্টোপাধ্যায়েরই জেতা ওয়ার্ড ছিল। ঘরোয়া কাজিয়ার কারণে একটা সময় খবরের শিরোনামে প্রায়ই উঠে আসতেন শোভন রত্না। ফের আবাত তাঁদের কাজিয়া সংবাদ শিরোনামে।