কলকাতা: গঙ্গোপাধ্যায় পরিবারে ফের করোনার (Corona Virus) হানা৷ এবার করোনায় আক্রান্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Corona Positive)৷ তাঁর আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে৷ মৃদু উপসর্গ হলেও শরীরে অস্বস্তি অনুভব করায় সোমবার গভীর রাতে হাসপাতালে ভরতি হন সৌরভ৷ সূত্রের খবর, উডসল্যান্ডে ভরতি আছেন মহারাজ৷ একইসঙ্গে তাঁর ওমিক্রন হয়েছে কি না জানতে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হচ্ছে । তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন ডক্টর সপ্তর্ষি বসু৷
এ বছর জুলাইতে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস এবং বৌদি৷ এবার আক্রান্ত হলেন মহারাজ৷ সূত্রের খবর, শরীরে কিছু উপসর্গ টের পেয়েছিলেন তিনি৷ তাই দেরি না করে দ্রুত করোনা পরীক্ষা করান৷ সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে৷ সৌরভের হার্টে তিনটি স্টেন্ট বসানো৷ তাই ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভরতি করানোর সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷ তবে প্রাক্তন ভারত অধিনায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক৷
বছরের শেষে করোনায় কাবু মহারাজ৷ ফাইল ছবি৷
শরীর স্বাস্থ্যেরর দিক থেকে বছরটা মোটেই ভালো গেল না দাদার৷ বছরের শুরুতেই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পরে জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের৷ যাবতীয় শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌরভের হার্টের তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে৷ সেগুলি দূর করতে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর সিদ্ধান্ত নেন৷ তাঁর আগে ভারতের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে পরামর্শ করেন চিকিৎসকরা৷ দেবী শেঠি নিজেও কলকাতায় এসে দেখা করেন সৌরভের সঙ্গে৷ সময়মতো চিকিৎসার পর এখন হার্টের সমস্যা অনেকটাই দূর হয়েছে তাঁর৷ তবে বছরের শেষে আবার অসুস্থ হলেন তিনি৷ এবার করোনা থাবা বসালো মহারাজের শরীরে৷
আরও পড়ুন: AUSvsENG: অ্যাশেজ ঘিরে করোনা হানা! সিরিজে সংশয়?