নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাবের বিতর্কে বিজেপি এমপির কথায় সভাকক্ষেই হাসিতে ফেটে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার অনাস্থা বিতর্কে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের পরেই সরকারপক্ষের বক্তা ছিলেন বিজেপির নিশিকান্ত দুবে। তিনি সরাসরি সোনিয়া-রাহুল এবং তাঁদের পরিবারের স্বজনপোষণের অভিযোগ তোলেন। দুবে বলেন, এই অনাস্থা প্রস্তাব কেন আনা হয়েছে? সোনিয়াজি এখানে বসে আছেন। আমার মনে হয় তাঁর দুটি কাজ আছে, একটি হল ‘বেটে কো সেট করনা হ্যায় অউর দামাদ কো ভেট করনা হ্যায়…’ এটাই অনাস্থা প্রস্তাবের মূল কারণ। একথা শুনে উপস্থিত সোনিয়া গান্ধী তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়েন।
উল্লেখ্য, দিনের গোড়াতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেও তা হচ্ছে না। ভোটিং অন মোশন না হওয়ায় ডেরেকের সাসপেনশন লাগু হচ্ছে না।
আরও পড়ুন: শিবলিঙ্গ উচ্ছেদ মামলায় এজলাসেই অজ্ঞান রেজিস্ট্রার
লোকসভায় আলোচনায় অংশ নিয়ে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় প্রশ্ন তোলেন, যখন মণিপুর জ্বলছে, তখন প্রধানমন্ত্রী কী করে বিদেশ সফর করতে যান? এই সরকার হৃদয়হীন সরকার। যে কোনও ব্যাপারে এই সরকার পশ্চিমবঙ্গে প্রতিনিধিদল পাঠায়। কিন্তু, মণিপুরে কোনও প্রতিনিধি পাঠাতে পারে না। যেখানে আমাদের ভাইবোনেরা মৃত্যুর মুখে পড়ছে রোজ। আপনাদের কোনও অনুভূতি নেই, সহানুভূতি-সহমর্মিতা নেই। তাই আপনারা এখনও মণিপুরে যাওয়ার সময় পাননি।