বিশ্বের অন্নতম হিংস্র প্রাণী সাপ তা দেখে মনে হলেও আদপে নিরহ প্রাণীদের তালিকায় রাখা হয় সাপকে। তবে এই সাপের কিছু প্রজাতি রয়েছে যারা বিষাক্ত হয়। সেই সব সাপের কামড়ে মৃত্যুও হতে পারে মানুষের। তবে এই সাপ নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সাপ নিয়ে সেই সব ভুল ধারণা।
সাপের এক চোখ অন্ধ
অনেকেই মনে করেন সাপের এক চোখ জন্ম থেকেই নষ্ট থাকে। মূলত সাপ দিনে চোখে কম দেখে তাই, ধীরে চলে। রাতের আঁধারে সাপ আধুনিক নাইটভীষণ চশমার চেয়ে ১০গুণ বেশি পরিষ্কার দেখতে পায়।
আরও পড়ুন: Social Media User | বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন
বীণ শুনে সাপে নাচে
সাপের কোনো কান নেই। এমনকি দৃষ্টিশক্তিও প্রখর নয়। যারা বীণ বাজান, তারা সেটি সাপের মুখের সামনে দোলাতে থাকেন। সাপও চোখের সামনে দুলুনি দেখে মাথা দোলাতে থাকে এই ভেবে যে, কোনো শত্রু বুঝি সামনে আছে।
সাপের লেজে বিষ
অনেকের ধারণা দাঁড়াশ সাপের লেজে বিষ থাকে। মূলত এটি একটি নির্বিষ সাপ। লেজ তো দূরের কথা এর বিষদাঁতই নেই। এরা ইঁদুর এবং ছোট পাখি ধরে খায়। এমনকি ছোটখাটো বিষাক্ত সাপও এদের প্রধান খাবার।
সাপ জিহ্বা দিয়ে শুনতে পায়
সাপ চলাফেরার প্রয়োজনে বার বার জিহ্বা বের করে তা আসলে শোনার জন্য নয়। সাপের জিহ্বার অগ্রভাগে ‘জেকবসন অর্গান’ নামে একধরনের গ্রন্থি আছে যা দ্বারা সাপ বায়ুস্থ বিভিন্ন পদার্থের অস্তিত্ব অনুভব করে। এটিকে ঘ্রাণ নেওয়াও বলা যেতে পারে।
সাপ দুধ খায়
সাপ শীতল রক্তের প্রাণী, মাংসাশী এবং স্তন্যপায়ী নয়। ফলে সাপের পক্ষে দুধ হজম করা অত্যন্ত কঠিন। দুধ সাপের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দুধ খেলে সাপ মারাও যেতে পারে।