ওয়েব ডেস্ক: সুপ্রিম নির্দেশে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। এর প্রতিবাদে বুধবার জেলায় জেলায় পথে নেমেছেন চাকরিহারারা (SSC Job Cancellation)। সেই প্রতিবাদের আঁচ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। চাকরি হারানোর প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মঙ্গলবারই মেদিনীপুরে একাধিক কর্মসূচি পালন করেছেন চাকরিহারারা। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও চাকরিহারাদের (Snubbed Teachers Stages Protest DI Office)। মেদিনীপুরে ডিআই অফিসারকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। প্রবল উত্তেজনা অফিস চত্বরে। কলকাতার রাস্তায় মিছিল চাকরিহারাদের। তিনদফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক। কসবায় ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি। গেট টপকে ভেতরে প্রবেশ করে তালা ভাঙার চেষ্টা চাকরিহারাদের। তালা ভেঙেই ডিআই অফিসে ঢুকলেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-হাতাহাতি চাকরিহারাদের।
তমলুকে ডিআই অফিসে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তালা মেরে বিক্ষোভ দেখালেন। যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায় তারা। চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন এমন স্লোগান দিয়ে তারা রীতিমতো ডিআই অফিসের তালা লাগিয়ে ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীদের সাফ কথা, আমরা ভলান্টিয়ারিলি কাজ করব না। ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে সদুত্তর না মেলায় রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:বন্ধ ইন্টারনেট,মিটিং-মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা,জঙ্গিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া প্রশাসন
বালুরঘাটের এসএসসি প্রতীকী মৃতদেহ কাঁধে নিয়ে মিছিলে চাকরিপ্রার্থীরা। বালুরঘাটে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা-শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা। প্রথমে ডিয়াই অফিসের মূল গেটে ঢুকতে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। জোর করে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। পরে অফিস চত্বরে প্রবেশ করে চাকরি হারারা এবং এখানেই বিক্ষোভ দেখাচ্ছেন এবং ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিআই অফিসের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় চাকরিহারারা।
মালদহ জেলার অতুল মার্কেটে বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘেরাও যোগ্য শিক্ষকদের। দফতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। দফতরের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারার। কর্মীদের অফিসে ঢুকতে বাধা। ঘটনা স্থলে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বর্ধমানে বিক্ষোভে চাকরিহারারা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের। তুমুল উত্তেজনা।
অন্য খবর দেখুন