কলকাতা: হাসপাতাল চত্বরে বিষধর সাপ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে বিষধর চন্দ্রবোড়া। হাসপাতালের মধ্যে ঝিলপাড়ে কিছু জঙ্গল রয়েছে। এখানেই মঙ্গলবার সকালে দেখা মেলে সাপটির। বিশালাকার সাপটিকে দেখে অনেকেই ভয় পেয়ে যান। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরে। তারা জানিয়েছে, এটি বিষধর চন্দ্রবোড়া। এটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল চত্বরে বিষাক্ত সাপ ঢুকল কীভাবে উঠছে প্রশ্ন। আর কোনও সাপ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বর্ধমানে দিলীপ ঘোষের সামনেই দলীয় কর্মীর বিক্ষোভ
মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ পিডবলুডি কর্মীদের নজরে আসে সাপটি। তাঁরা জঙ্গল পরিষ্কার করছিলেন। সেই সময় হঠাৎই সেটি একজনের পায়ে জড়িয়ে যায়। গামবুট পড়া ছিল বলে এ যাত্রায় রক্ষা পায় কর্মীরা। তড়িঘড়ি খবর যায় বন দফতরে। তাঁরা এসে উদ্ধার করে সাপটিকে।