ভোপাল: টম্যাটো ভাঙন ধরাল সংসারে। স্ত্রীর অনুমতি না নিয়ে রান্নায় টম্যাটো দেওয়ায় বাচ্চা নিয়ে ঘর ছাড়লেন গৃহিণী। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে বউয়ের জোগাড় করে রাখা টম্যাটোয় হাত পড়ায় তেলেবেগুনে চটে লাল ঘরণী। তাই নিয়ে হেঁসেলেই ছড়িয়ে পড়ল আগুন। মুহূর্তে মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। বেচারি স্বামী উপায়ন্তর না পেয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের। কমিক হলেও দ্রব্যমূল্য বৃদ্ধির এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাডোল জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব বর্মন ফুড ডেলিভারির ব্যবসা করেন। বেশ কিছুদিন ধরে টম্যাটোর দাম সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ায় সেটা ছাড়াই রান্না করছিলেন। কিন্তু, কি আর করা! হঠাৎই এক অর্ডারে ক্রেতা টম্যাটো দিতে বলায় নিজেরই রান্নাঘরে স্ত্রীর অজান্তে সিঁদ কেটেছিলেন সঞ্জীব। কিন্তু, গৃহিণীর নজর এড়াতে পারেননি। বাজারে বহু খুঁজে জোগাড় করে রাখা টম্যাটোর মধ্যে ২টি নেই দেখেই ধরা পড়ে যান সঞ্জীব। আর তাই নিয়েই বাধে অশান্তি।
ঝগড়ার পরই স্ত্রী তাঁদের একমাত্র মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। এরকমটা ভেবে সঞ্জীব প্রথমে সেখানে যোগাযোগ করেন। কিন্তু, সেখানে খোঁজ না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশকে জানিয়েছেন, কোথাও খোঁজ পাচ্ছেন না তাঁর। সঞ্জীব পুলিশকে জানিয়েছেন, অর্ডার পাওয়া নিরামিষ খাবার রান্না করার সময় তিনি স্ত্রীকে না জিজ্ঞাসা করে ২টি টম্যাটো তাতে দিয়েছিলেন। আর তা নিয়েই প্রচণ্ড ঝগড়া বাধে স্বামী-স্ত্রীর মধ্যে। তখন স্ত্রী বেরিয়ে যান। তারপর থেকে স্ত্রীকে তিনদিন ধরে না পেয়ে পুলিশে ডায়েরি করতে আসেন। পুলিশ জানিয়েছে, তাঁর স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন বলে কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, বেশ কয়েকটি রাজ্যেই টম্যাটোর দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। সরবরাহে ঘাটতির কারণে এমনটা হয়েছে বলে ব্যবসাদারদের দাবি। তাঁদের দাবি, খারাপ আবহাওয়ার কারণে চাহিদা ও জোগানের মধ্যে ব্যাপক ফারাক দেখা দিয়েছে। কর্নাটক এবং তেলঙ্গানার মতো দক্ষিণের রাজ্যে অতিবৃষ্টি ও বন্যার এর একটা প্রধান কারণ। একইভাবে পাহাড়ি রাজ্যগুলিতেও বৃষ্টি ও বন্যায় উৎপাদন মার খেয়েছে। এইসব জায়গা থেকেই প্রচুর টম্যাটো আসে দেশের বাজারে। কৃষকদের বক্তব্য, দেশজুড়ে তাপপ্রবাহে টম্যাটো উৎপাদন মার খেয়েছে। বাজার বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, আরও দাম বাড়বে আগামী কয়েকদিনে। আর তাতেই দামবৃদ্ধি নিয়ে চাটনি রান্না শুরু করেছে নেট দুনিয়া।