পুরুলিয়া: বালেশ্বরে (Balasore) রেল দুর্ঘটনায় (Rail Accident) পুরুলিয়ার (Purulia) ৬ যাত্রীর খোঁজ নেই (Missing)। রবিবার এমনই জানালেন জেলাশাসক (DM) রজত নন্দা (Rajat Nanda)। খোঁজ পাওয়া গেয়েছে ১৪ জনের। তাঁদের মধ্যে পুরুলিয়া জেলায় ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার ওডিশার (Odisha) বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহত ছয় জনকে জেলা প্রসাশনের পক্ষ থেকে জেলায় আনা হয়। তার মধ্যে ২ আহত রেল যাত্রীকে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্য ১ জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যেসব যাত্রীর খোঁজ পাওয়া যায়নি উদ্বেগে দিন কাটছে তাঁদের পরিবারের।
ঘটনার আকস্মিকতা কাটেনি দুই আহত প্রত্যক্ষদর্শীর। বাঘমুণ্ডির মাদলা গ্রামের গোবিন্দ সিং লায়া যশবন্তপুর ট্রেনের যাত্রী ছিলেন। কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে ছিলেন বোরো থানার মাঝেরডি গ্রামের বিকাশ মাহাতো। তিনি কাজের খোঁজে চেন্নাই যাচ্ছিলেন। দূর্ঘটনায় আহত হয়ে বালেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করে জেলা প্রশাসন। সেই মতো পুরুলিয়ায় আনা হয় ছয় জনকে। বাকি আট জনের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বাকি ছয় জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: Mamata Banerjee | অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না কেন করমণ্ডলে? প্রশ্ন তুললেন মমতা
আহতরা পুরুলিয়া সদর হাসপাতালে পৌঁছনো মাত্র জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা পরিষদের সভাধিপতি তাঁদের সঙ্গে দেখা করেন। তাঁদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং পাশে থাকার বার্তা দেন। শুক্রবার সন্ধ্যায় ওডিশার বালেশ্বরের (Balasore) কাছে লাইনচুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) । হাওড়ার শালিমার স্টেশন থেকে এদিন দুপুরে ট্রেনটি ছাড়ে। খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। সেই সময় বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ট্রেনের তিনটি বগি ছাড়া বাকি সব বগিই লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, দুর্ঘটনায় বহু যাত্রী জখম হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় তিনশো। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ কর্তারা।