তপন: তপনে দণ্ডিকাণ্ডের ঘটনা মনে আছে নিশ্চই। বালুরঘাটে (Balurghat) তিন আদিবাসী মহিলাকে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার অপরাধে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই তিন জনের মধ্যে শিউলি মার্ডিকে পঞ্চায়েতের টিকিটও দিয়েছিল শাসকদল। মঙ্গলবার নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা গেল, দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের গোফানগর (Gofanagar) পঞ্চায়েতের ৭১ নম্বর চক বলরাম আসনে জয়ী হয়েছেন তিনি। ১০৫ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। যদিও তৃণমূলের একাংশের মতে, বিজেপির অভিযোগের যোগ্য জবাব দিয়েছেন শিউলি মার্ডির।
গত ৬ এপ্রিল বিজেপিতে যোগ দিয়েছিলেন বেশ কয়েক জন আদিবাসী মহিলা। তাঁদের মধ্যেই ছিলেন শিউলি, মার্টিনা কিস্কু, ঠাকরান সোরেন, মালতী মুর্মু। তবে বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফের তৃণমূলে ফেরেন শিউলি-সহ ওই চার জন। তৃণমূলে ফেরাতে প্রায়শ্চিত্তের জন্য রাস্তায় দণ্ডি কাটানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় নাম জড়ায় বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ্তা চক্রবর্তীর। পরে তাঁকে দলীয় পদ থেকে সরানোর পাশাপাশি প্রশাসনিক পদ থেকেও সরিয়ে দেয় দল। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়।
আরও পড়ুন:Panchayat Election 2023 | Keshpur | কেশপুরে গণনাকেন্দ্র থেকে গ্রেফতার কংগ্রেস প্রার্থী