বিতর্ক যেন পিছন ছাড়ছে না বাংলাদেশী গায়ক মইনুল আহসান নোবেলের। কয়েকমাস আগে বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে গান করতে গিয়েই বিতর্কের সূত্রপাত। এরপর ফের তাঁর ফেসবুক পেজের স্টোরি নিয়ে শুরু হয় নতুন জল্পনা।
১০ লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর ফেসবুক পেজে। ওই পেজের মাধ্যমেই নিজের একাধিক ছবি, কনসার্টের বিশদ এবং গান ভক্তদের জানাতেন। কিন্তু তাঁর সেই ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি দেখা মিলল একাধিক নগ্ন নারীদেহের ছবি। তাঁর ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে সেই দৃশ্য। এবার যেহেতু অতীতে একাধিক বার নোবেল বিতর্কে জড়িয়েছেন, সে কারণে অনেকে মনে করেছিলেন যে এই কাজটিও নোবেল জেনে বুঝে করেছেন।
আরও পড়ুন:’পেশায় ইঞ্জিনিয়ার ব়্যাপিডো চালক হাজির রয়্যাল এনফিল্ড নিয়ে, তারপর…
কিন্তু বাংলাদেশী এক সংবাদমাধ্যমকে সাক্ষতে তিনি জানিয়েছেন, ফেসবুক প্যাজটি হ্যাক করা হয়েছে।তিনি বলেন, তাঁর ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগেই হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। তবে শুধু অশ্লীল ভিডিয়োই নয়, ওই পেজ থেকে এমন সব সাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে, যা সরাসরি ইউজারকে নিয়ে যাচ্ছে জুয়ার সাইটে। তবে গোটা বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি।
উল্লেখ্য, কয়েকমাস আগে বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গিয়ে উঠে বিতর্কে জড়ান নোবে।মঞ্চে উঠে শুরু করেন ঝামেলা। আর এর পরেই তাঁকে উদ্দেশ্য করে দর্শকাসন থেকে উড়ে আসে বোতল, চটি। সে সময় আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছিলেন, স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।