কলকাতা: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শিল্পীকে শেষশ্রদ্ধা জানাল কলকাতা। চোখের জলে বিদায় জানান তাঁর হাজার হাজার অনুগামীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাজ্ঞাপনের পর কথা বলেন গায়কের পরিবারের সঙ্গে। শেষশ্রদ্ধা জানাতে সদনে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু সেন, ফিরহাদ হাকিম, মদন মিত্র, বাবুল সুপ্রিয়-সহ মন্ত্রীসভার একাধিক সদস্য। শ্রদ্ধাজ্ঞাপনের পর কে কে-র কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে। বিকেল ৫টা ১৫ নাগাদ মরদেহ নিয়ে মুম্বই রওনা দেবে পরিবার। বৃহস্পতিবার দুপুর ১২টায় শেষকৃত্য।
দুপুর ৩:৩২- বিমানবন্দরে পৌঁছল কে কে-র কফিনবন্দি দেহ।মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বাবুল সুপ্রিয় মরদেহ নিয়ে পৌঁছন।
দুপুর ২:৫৫- রবীন্দ্র সদন থেকে বিমানবন্দরের পথে কে কে-র মরদেহ। বিকেল ৫টা ১৫ নাগাদ দেহ নিয়ে মুম্বই রওনা দেবে পরিবার।
দুপুর ২:৪৭- গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা গায়ককে। চোখের জলে বিদায় জানালেন তাঁর অনুগামীরা।
দুপুর ২:৩৩- রবীন্দ্র সদনে পৌঁছল শিল্পীর কফিনবন্দি দেহ
দুপুর ২:২৮- রবীন্দ্র সদনের উদ্দেশে রওনা দিল শিল্পী কে কে-র কফিনবন্দি দেহ।
দুপুর ১:৪০- রবীন্দ্র সদনে শিল্পীকে শেষশ্রদ্ধা জানানোর প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন সাংসদ শান্তনু সেন, মদন মিত্র, বাবুল সুপ্রিয়-সহ বিশিষ্টরা। সদনের বাইরে কে কে-র দেহ শায়িত থাকবে। বিকেল ৫টা নাগাদ সেখানেই গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে শিল্পীকে।
দুপুর ১:১৪- কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, ময়নাতদন্ত করতে সময় লাগবে। তাই বিকেল পাঁচটা পর্যন্ত প্রয়াত শিল্পীর দেহ রবীন্দ্র সদনে শায়িত থাকবে। বিমানবন্দরে নয়, রবীন্দ্র সদনেই তাঁকে গান স্যালুট দেওয়া হবে।
দুপুর ১২:৩৬- কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে কে কে-র গান স্যালুটের প্রস্তুতি। তাঁর মরদেহ বিমানবন্দরে আনার পরে গান স্যালুট দেওয়া হবে। তারপর মুম্বই নিয়ে যাওয়া হবে তাঁর দেহ।
দুপুর ১২:০৩- অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
সকাল ১১:৪৩– ওবেরয় গ্র্যান্ড হোটেলে ঢুকেছেন লালবাজারের শীর্ষ কর্তারা। গতকালের শিফট ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। গতকাল অনুষ্ঠান শেষে ঠিক কখন কে কে গ্র্যান্ড হোটেলে এসেছিলেন, তাঁর সঙ্গে কে কে ছিলেন, পরে কেউ দেখা করতে এসেছিলেন কি না, হোটেলে কি খাবার খেয়েছিলেন, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন আধিকারিকরা। ফরেনসিক টিমের ৮ সদস্যের প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করছেন গ্র্যান্ড হোটেলে। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লালবাজারের সায়েন্টিফিক উইং গ্র্যান্ড হোটেলে এসেছেন। তাঁরাও সরেজমিনে খতিয়ে দেখছেন।
সকাল ১১:৩৮– দুপুর সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দরে আনা হবে কে কে-এর মরদেহ। থাকবেন মুখ্যমন্ত্রী।
সকাল ১১:৩৬– এসএসকেএম হাসপাতালে শুরু হল শিল্পীর ময়নাতদন্ত।
সকাল ১১:০৮– এসএসকেএমে পৌঁছল প্রয়াত কে কে-এর দেহ। রয়েছেন মন্ত্রী অরূপ রায়। ওই হাসপাতালেই ময়নাতদন্তের পর রাজ্য সরকারের তরফে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হবে। এদিন বিকেলে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইতে।
সকাল ১০:৫০– ‘কে কে-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রয়াত শিল্পীকে গান স্যালুট দেওয়া হবে। সম্ভব হলে আমিও যাব। আবহাওয়া ভালো থাকলে দমদম বিমানবন্দরে গিয়ে শ্রদ্ধা জানাব’। বাঁকুড়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী।
সকাল ১০:২০– সিএমআরআই হাসাপাতালে পৌঁছলেন কে কে-এর স্ত্রী, পুত্র ও কন্যা।