কলকাতা: পঞ্চায়েত ভোটে বাংলায় গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের শাসকদলের লোকজন নানা ভাবে হেনস্তা করছে। এই অভিযোগ নিয়েই মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে দরবার করেন শুভেন্দু। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজ্য সরকারের দলদাস হিসেবে কাজ করছেন। আমি তাঁকে বলে এসেছি, যেদিন আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেদিনই আপনার নিরপেক্ষতা চলে গিয়েছে। পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ না হলে আমরা আপনাকে ছেড়ে দেব না।
শুভেন্দুর অভিযোগ, ডায়মন্ডহারবারে জেলা পরিষদের বিজেপি প্রার্থী পিঙ্কি হালদারকে বন্দুক ঠেকিয়ে তৃণমূলের মিছিলে হাঁটানো হয়েছে। তিনি পিঙ্কিকে নিয়েই এদিন নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করেন। এছাড়া সাঁকরাইল থানার ওসি বিজেপি প্রার্থীকে প্রার্থীকে চড় মারছেন, এমন একটি ভিডিয়ো শুভেন্দু এদিন কমিশনারকে দেখান।তাঁর আরও অভিযোগ, কমিশনে আইএএস অফিসার সঞ্জয় বনশলের নিয়োগ সম্পূর্ণ অবৈধ।
আরও পড়ুন: Visva Bharati | Amartya Sen | জমি বিতর্কের মাঝে প্রতীচীতে নোবেল জয়ী, ২ সপ্তাহ থাকার সম্ভবনা
এর আগেও বিরোধী নেতা সঞ্জয়ের নিয়োগ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। এদিন কমিশনের দফতর থেকে বেরিয়ে শুভেন্দু নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ছেলেখেলা করছে।আমরা প্রথম থেকে পঞ্চায়েত ভোটে কেন্ত্রীয় বাহিনীর দাবি জানিয়ে আসছি। কমিশন জেদ করে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের মুখ পুড়িয়েছে। তাতেও শিক্ষা হয়নি।