পূর্ব মেদিনীপুর: রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করল তমলুক থানার পুলিশ। সোমবার পূর্ব মেদিনীপুরের একটি সভায় সরাসরি পূর্ব মেদিনীপুরের এসপি’কে হুমকি দেন শুভেন্দু অধিকারী। জেলায় ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা ও বিজেপির নেতা কর্মীদের নামে মামলার প্রতিবাদে এদিন এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন তিনি।
আরও পড়ুন : আপনাদের রাজ্য সরকার থাকলে আমাদের হাতেও কেন্দ্র রয়েছে, হুমকি শুভেন্দুর
করোনাকালে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধাদান, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি দেওয়া, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করল তমলুক থানার পুলিশ। পুলিশ স্বতঃপ্রনদিত হয়ে এই মামলা করেছে। ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে একাধিক অভিযোগে গতকাল তমলুকে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপি। জেলার বিজেপি বিধায়ক ছাড়াও সেই সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই বিক্ষোভ কর্মসূচি থেকে শুভেন্দু এসপি’কে সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার, এমন কিছু কাজ করবেন না যাতে করে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলা গিয়ে ডিউটি করতে হয়।’ তারই পরিপ্রেক্ষিতে এই মামলা বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অমরনাথ. কে। ফলে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৩৪১, ১৮৬, ১৮৭, ১৮৮,১৮৯, ২৬৯, ২৭০, ২৯৫এ, ৫০৬, ১২০বি, আইপিসি ধারায় মামলার দায়ের করা হয়েছে।