কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষের ইস্তফার পরেই বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা।প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরেই সোমবার রাতে তাঁর সরকারি বাসভবনের ভিতর থেকে গুলি চালানোর ঘটনা ঘটল।
সূত্রের খবর, প্রধামন্ত্রী ইস্তফা দেওয়ার পরেই হাজার হাজার বিক্ষোভকারীরা তাঁর বাসভবনের মূল দরজা ভেঙে ঢুকে পড়ে। ভেতরে দাড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
এরপরেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাসভবনের ভেতর থেকে শুন্যে গুলি ছোড়া হয়। এই ভয়াবহ ঘটনার পরে পদত্যাগী প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য তাঁর বাসভবনে নামানো হয়েছে সেনা।
#BREAKING Shots fired from Sri Lanka PM's home: AFP reporter pic.twitter.com/1AWDJDe8PI
— AFP News Agency (@AFP) May 9, 2022
আরও পড়ুন – Mahinda Rajapaksa: অবশেষে শ্রীলঙ্কার গদি ছাড়লেন রাজাপক্ষে
দেশজুড়ে ডামাডোল পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷ ইস্তফা দিয়েছেন দ্বীপরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সি জয়াসুমানাও৷ দু’জনেই তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষের কাছে৷ টুইট করে দেশবাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন মাহিন্দ্রা রাজাপক্ষে৷
টুইটে জানান, হিংসা থেকে আরও হিংসার জন্ম নেবে৷ তাই সবাই শান্ত হন৷ দেশ যে আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজার কাজ শুরু করেছে প্রশাসন৷ এই টুইট করার ঘণ্টাখানেক বাদে আরও একটি টুইট করে ইস্তফা দেওযার কথা ঘোষণা করেন তিনি৷ এরপরই বিক্ষোভকারীরা সোমবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়।