ব্যারাকপুর: ভরদুপুরে ব্যারাকপুরের কল্যাণী রোডের কাছে প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিতে জখম হন দোকানের দুই কর্মচারী। কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিরিয়ানির দোকানের মালিক বাপি দাস জানান, দুপুর ৩টে নাগাদ বাইকে তিন দুষ্কৃতী এসে উল্টোদিকের রাস্তা থেকে দোকানের দিকে তাক করে প্রায় ছয় রাউন্ড গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় জখম দুজনকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।
ব্যারাকপুরের ওয়ারলেস গেটের কাছেই রয়েছে ওই জনপ্রিয় বিরিয়ানির দোকান। প্রতিদিনই দুপুর থেকে বহু মানুষের আনাগোনা লেগে থাকে সেখানে। সোমবারও প্রচুর ভিড় ছিল দোকানে। এদিন আচমকাই বাইকে করে এসে তিন দুষ্কৃতী উল্টোদিকের রাস্তা থেকে দোকান লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দোকানের দুই কর্মচারী। এদিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কতীরা। তড়িঘড়ি জখম দুজনকে নিয়ে যাওয়া হয় বি এন বসু হাসপাতালে।
দোকানের এক কর্মী জানান, তিনি বিরিয়ানি তৈরি করেন। মশলা নিতে ম্যানেজারের কাছে এসেছিলেন। সেই সময় আচমকাই পরপর গুলির শব্দ শোনা যায়। প্রথমে তিনি কিছু বুঝতে পারেননি। পরে দেখা যায়, দোকানের দুই কর্মীর গায়ে গুলি লেগেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। পুলিস জানায়, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে দুষ্কৃতীরা হেলমেট পরা ছিল। মোট ৩ রাউন্ড গুলি চলেছে।