কলকাতা: এনসিআরবি-র (NCRB) রিপোর্টে দেশের নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা। যেদিন এই শিরোপা জয়, সেদিনই ঘটলা ধর্ষণের ঘটনা। আনন্দপুর থানা এলাকায় এক তরুণীকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। তরুণীর জানিয়েছেন, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাঁকে ডেকে নিয়ে আসেন ওই যুবক। তিনি বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ওই তরুণীকে সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রলোভনও দেখান তিনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: ২০১৬ সালে এসএসসির সব চাকরিপ্রাপককে নোটিস দেওয়ার নির্দেশ
২৪ বছর বয়সি ওই তরুণী আদতে আসানসোলের বাসিন্দা। বর্তমানে নিউ গড়িয়া এলাকায় থাকছিলেন। দেড় বছর আগে বেহালার এক যুবকের সঙ্গে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম হয়। কিন্তু প্রেম বেশিদিন টেকেনি, বছর খানেক আগে সম্পর্ক থেকে বেরিয়ে যান তরুণী। মাসখানেক আগে ফের যোগাযোগ করা শুরু করেন যুবকটি। তরুণী দেখা করতে না চাইলে বার বার জোর করতে থাকেন। জোরাজুরিতেই অভিযুক্তের সঙ্গে লং ড্রাইভে যান তরুণী। নিউ গড়িয়া থেকে গাড়িতে করে আনন্দপুর থানা এলাকার এক বহুতলের সামনে আসেন তাঁরা। তরুণীর অভিযোগ, নরম পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয় তাঁকে এবং বেহুঁশ হয়ে পড়লে একাধিকবার ধর্ষণ করা হয়।