নয়াদিল্লি: এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার তাঁর ভাইপো অজিত পাওয়ারের উদ্দেশ্যে শনিবার বলেন, তিনি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করে যাবেন। অজিত পাওয়ার কি জানেন মোরারজি দেশাই কত বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন? আমি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হতে চাই না। কিন্তু মানুষের সেবা করতে চাই। তাঁকে অজিত পাওয়ার এর মন্তব্য, ৮৩ বছর বয়স হয়েছে এবার অবসর নেওয়া উচিত, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শরদ পাওয়ার এই মন্তব্য করেন। শরদ পাওয়ার অটল বিহারী বাজপেয়ীর কথা ধার করে আরো বলেন, আমি ক্লান্ত নয়, অবসরপ্রাপ্ত নয়। তারা কারা যারা আমাকে অবসর নিতে বলে। আমি এখনো কাজ করতে পারি। এদিন শরদ পাওয়ার সমালোচকদের সতর্ক করে জানিয়ে দিয়েছেন কারও বয়স নিয়ে কথা বলা বা কাউকে অপমান করা উচিত নয়। এর ফল খারাপ হয়।
অজিত পাওয়ার বলেছিলেন তাকে এক পাশে সরিয়ে রাখা হচ্ছিল। কারণ তিনি শরদ পাওয়ারের ছেলে নন। এ বিষয়ে শরদ পাওয়ার বলেন, আমি পরিবারের বিষয়ে বাইরে আলোচনা করব না। তবে এটুকু বলতে পারি অজিত পাওয়ার কে মন্ত্রী করা হয়েছিল, উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল, সুপ্রিয়া সুলেকে মন্ত্রী করা হয়নি। অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ ৮ জন এনসিপি এমএলএ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শরদ পাওয়ার পার্টিকে পুনর্গঠন করতে চলেছেন। নাসিক থেকে যার সূত্রপাত।
আরও পড়ুন: Chocolate | Side Effects | চকোলেট খেতে ভালবাসেন? জানেন অজান্তেই ক্ষতি করছেন নিজের
উল্লেখ্য বেশি সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ারের (Ajit Pawar) সঙ্গেই। সম্প্রতি তাঁর ডাকা বৈঠকে হাজির হন এনসিপির (NCP) ৩০ জন বিধায়ক। একইসঙ্গে সেখানে অজিত পাওয়ার জানান, তাঁর সঙ্গে ৪০ বিধায়কের সমর্থন রয়েছে। অন্যদিকে শরদ পাওয়ারের (Sharad Pawar) বৈঠকে হাজির হন ১৩ জন বিধায়ক ও পাঁচ এমপি। বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন অজিত। সেখানে কাকা শরদ পাওয়ারের নামও নেন তিনি। বলেন, যা কিছু হয়েছেন কাকা শরদ পাওয়ারের জন্যই। তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিকল্প নেই। তিনি কাকা শরদ পাওয়ারকে পরামর্শ দেন, তাঁর বয়স ৮৩ বছর। তিনি বিশ্রাম নেন। এবং পার্টির দিক নির্দেশ করুন। কারণ তিনি আমাদের মেন্টর ও অনুপ্রেরণা।