কলকাতা: চরমে পৌঁছল বঙ্গ বিজেপির (BJP) ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’৷ অস্বস্তি বাড়িয়ে রাজ্য বিজেপির সমস্ত গ্রুপ ছাড়লেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। বর্তমান বিজেপি নেতৃত্বের মতুয়াদের (Matua) আর প্রয়োজন নেই বলে তিনি জানিয়েছেন। গ্রুপ ছাড়ার পাশাপাশি মন্ত্রিত্ব ছাড়বেন বলেও চর্চা শুরু হয়েছে৷ যদিও সেব্যাপারে পরে জানাবেন বলে বনগাঁর (Bongaon) বিজেপির সাংসদ জানিয়েছেন।
সূত্রের খবর, রাজ্য বিজেপি-র নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়ে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়েছেন শান্তনু৷ এমনতিতে মতুয়া ক্ষোভ সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে রাজ্য বিজেপি। তারউপর শান্তনুর হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগে দুশ্চিন্তা আরও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, মতুয়া মন জয় করতে ২০২১-এর অনেক আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল বিজেপি। বড় মা-র কাছে আশীর্বাদ নিতে নরেন্দ্র মোদিকে ছুটে যেতে দেখা গিয়েছে৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও মতুয়া ধামেও ছুটে গিয়েছিলেন৷ ভোট বাক্সে তার ফলও মিলেছে৷ বনগাঁ-সহ নদীয়ার মতুয়া প্রভাবিত বিধানসভাতে শাসকদল হারিয়ে জয় পেয়ে বিজেপি৷ বর্তমান পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে খবর৷