কলকাতা: একের পর এক পঞ্চায়েত (Panchayat Election 2023) নিয়ে মামলায় বিরক্ত কলকাতা হাইকোর্ট। এর আগেও প্রধান বিচারপতি টি এস শিভগননম (Calcutta High Court Chief Justice TS Shivagannam)পঞ্চায়েত মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। সোমবার ফের তাঁকে ক্ষোভ প্রকাশ করতে শোনা গেল। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একাধিক পঞ্চায়েত মামলা খারিজ করে দিয়েছে। পঞ্চায়েত ভোট বন্ধ করা এবং হিংসার কারণে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি নিয়ে একটি জনস্বার্থ মামলার আবেদনকারীকে আদালত বলে, আপনারা জনস্বার্থে মামলা করেন নাকি নিজেদের প্রচারের স্বার্থে মামলা করেন। বেঞ্চ মামলাটিই খারিজ করে দেয়। আরও কয়েকটি মামলাও এদিন খারিজ হয়ে যায় হাইকোর্টে।
সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ পঞ্চায়েত ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে মামলা করেছে। মঞ্চের আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা কি শুধু সারাদিন ধরে পঞ্চায়েতের মামলা শুনব? আইনজীবী কিশোর দত্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেলের সওয়াল শুনব? আর বাকি আইনজীবীদের মামলা শুনব না?
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার একটি মামলায় এদিন তাঁর আইনজীবী অতিরিক্ত হলফনামা জমা দিতে গেলে প্রধান বিচারপতি মন্তব্য করেন, রোজ একটা ইস্যু নিয়ে হলফনামা দেবেন, এটা চলতে পারে না। আদালত এই হলফনামা গ্রহণ করতে পারবে না।
আইনি মহল মনে করছে, আদালত এদিন শাসক এবং বিরোধী দলগুলিকে একটা বার্তা দিল যে, কথায় কথায় আদালতে আসাটা তারা ভালোভাবে নিচ্ছে না। বিরোধী দলনেতা সভা সমাবেশে সব সময় বলেন, আমরা আদালতের দ্বারস্থ হব। তিনি যে একাই কত মামলা করেছেন, তার কোনও হিসেব নেই। এই সব কারণেই এদিন প্রধান বিচারপতি বিরক্তি প্রকাশ করলেন বলে মনে করছে আইনি মহল।