মুম্বই: পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি (Services Sector Growth ) শ্লথ। পরিষেবা ক্ষেত্রে তিন মাসে সর্বনিম্ন পিএমআই (PMI)। এপ্রিলে এই সূচক ছিল ৬২, জুনে তা নেমে হয়েছে ৫৮.৫।পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স ( Purchasing Managers’ Index) ৫০-এর নীচে নামলে বৃদ্ধির বদলে সংকোচন হচ্ছে ধরা হয়।পরিষেবা ক্ষেত্রে ঢিমে ভাব মূল্যবৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। একদিকে যখন মূল্যবৃদ্ধি বাগে এসেছে বলে দাবি করছে আরবিআই, তখনই আকাশছোঁয়া রোজকার জিনিসের দাম।এবার তার ধাক্কা পড়তে শুরু করল জাতীয় অর্থনীতিতেও।
ভারতের পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধি জুন মাসে কমে গেল। মুদ্রাস্ফীতির কারণে এই হাল। বুধবার একটি বেসরকার সংস্থার সমীক্ষায় ওই তথ্য উঠে এসেছে। পারচেসিং ম্যানেজারস ইনডেক্স সার্ভে করেছে এস অ্যান্ড পি গ্লোবাল। পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি নেমে জুন মাসে হয়েছে ৫৮.৫। মে মাসে যা ছিল ৬১.২। এপ্রিল মাসে তা ছিল ৬২। অর্থাৎ ক্রমশ কমছে।
আরও পড়ুন: Monsoon | Kerala | জমিয়ে ব্যাটিং বর্ষার, প্রবল বর্ষণে বিধ্বস্ত কেরলের বিভিন্ন এলাকা, বন্ধ স্কুল-কলেজ
এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইনটেলিজেন্সের ইকনমিক অ্যাসোসিয়েট ডিরেক্টর পলিয়ানা ডে লিমা (Pollyanna De Lima) জানিয়েছেন, মূল্যস্ফীতি মে থেকে সামান্য বেড়েছে। তবে ইতিবাচক চাহিদা প্রবণতা, বিজ্ঞাপন, এবং অনুকূল বাজার পরিস্থিতি। আউটপুট চার্জের সর্বশেষ পিএমআই ফলাফল এবং খাদ্যের দামের ঊর্ধ্বগতি আছে। পিএমআই পতন সত্ত্বেও, যথেষ্ট উন্নতির দিকে ইঙ্গিত করেছে। সমীক্ষায় বলা হয়েছে, চাহিদার শক্তি ইতিবাচকভাবে বিক্রি, উৎপাদন, স্টক বিল্ডিং এবং কর্মসংস্থানের মতো অন্যান্য পদক্ষেপগুলিকে প্রভাবিত করেছে। জুন এর পিএমআই (PMI) ফলাফল আবার ভারতীয় তৈরি পণ্যের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে জোরালো চাহিদা দেখিয়েছে। ভারতের পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধি জুন মাসে সবচেয়ে কম হয়েছে গত তিন মাসের নিরিখে। তবে সংকোচন হয়নি, বৃদ্ধি হয়েছে। সেখানে চাহিদা রয়েছে। নতুন ব্যবসা ও চা্করি সৃষ্টিতে দিশা দেখিয়েছে।