আসানসোল: আসানসোল আদালত (Asansol Court) চত্বরে এক সরকারি আইনজীবিকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে।
জানা গিয়েছে, ২০২১ সালের জুন মাসে আসানসোল উত্তর থানা গাঁজা সহ পাঁচ জনকে গ্রেফতার করেছিল। সেই মামলা চলছিল আসানসোলের বিশেষ এনডিপিএস (NDPS) আদালতে। বুধবার এই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন অভিযুক্ত পাঁচজনের মধ্যে মিস্টার খান ও রিয়াজ হায়দার এই দুইজনকে ১০ বছর, মহম্মদ আজাদ ও ফৈয়াজ হায়দার নামে দুইজনকে ১২ বছর এবং গিয়াসউদ্দিনকে ১৪ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন: তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক অধীর, সেলিমের
অভিযোগ, এই সাজা ঘোষনার পরই আদালত চত্বরে এই মামলার সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজকে মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আসামিদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনার পর আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে সরকারি আইনজীবী সো্মনাথ চট্টরাজ বলেন, আমাকে হুমকি দেওয়া হয়েছে।