কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Scam) নয়, দীর্ঘ ১১ বছর স্কুলে অনুপস্থিত থাকায় আদালতের (Calcutta high Court) নির্দেশে চাকরি গেল এক শিক্ষিকার। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ এবং মধ্যশিক্ষা পর্ষদ একে অপরের উপর দায় চাপানোয় ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, দু’পক্ষই ক্যালাস এবং দায়িত্বজ্ঞানহীন। ১১ বছর ধরে যে শিক্ষিকা স্কুলে আসছেন না, তিনি নিশ্চয়ই চাকরি করতে চান না। তাঁকে ইস্তফা দিতে বলার ক্ষমতাও আপনাদের নেই।
আদালতের আরও মন্তব্য, আপনাদের কি কাছের লোক ওই শিক্ষিকা? প্রধান শিক্ষক এবং পর্ষদ সভাপতি একে অন্যের ঘাড়ে দোষ চাপা্নোর খেলায় নেমেছেন। দুই পক্ষের এই আচরণের জন্য পড়ুয়ারা নতুন শিক্ষক পায়নি।
আরও পড়ুন: Coup in KCR’s Party | তেলঙ্গনায় কেসিআরের দলে ভাঙন, একঝাঁক প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের কংগ্রেসে যোগ
আদালতের নির্দেশ, পূর্ব মেদিনীপুরের ঘোষপুর শ্রী নেহরুর হাই স্কুলের শিক্ষিকা শুক্লা পাঁজা রজককে চাকরি ছাড়তে হবে। আদালত সূত্রের খবর, ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে ওই শিক্ষিকা স্কুলে গরহাজির। ২০২২ সালের আদালত তাঁকে চাকরি ছাড়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি চাকরি ছাড়েননি। পরে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই সোমবার আদালতের নির্দেশ, ওই শিক্ষিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। দ্রুত তাঁর পাওনাগণ্ডা শিক্ষা দফতরকে মিটিয়ে দিতে হবে।