কলকাতা: মমতা সরকারের বর্ষপূর্তিতে সুখবর! ৬ বছর পর রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগ হতে চলেছে। শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা, মামলার মধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগের প্রস্তুটি শুরু করল রাজ্য সরকার। দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও। এমনই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
স্কুলশিক্ষকদের বদলি মসৃণ করাতে ২০২০ সালে উৎসশ্রী প্রকল্প চালু হয়। এর পর বহু স্কুলে, বিশেষ গ্রামাঞ্চলে একাধিক বিষয়ে শিক্ষক পদ ফাঁকা হয়েছে। বদলি নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের অধিকাংশই এখন শহরমুখী। এর ফলে গ্রামের স্কুলে শিক্ষক কমছে, তুলনায় শিক্ষকের সংখ্যা বেড়ে যাচ্ছে শহরের স্কুলে। সেকারণেই ফের শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলেছে রাজ্য।
স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগের জন্য কীভাবে আবেদন জানাতে হবে, কোন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা হবে, কাউন্সেলিংই বা কী করে হবে, তা শীঘ্রই জানানো হবে। আবেদন ফি, কীভাবে আবেদন করতে হবে, লিখিত পরীক্ষার দিন, কাউন্সেলিং প্রক্রিয়া এবং সম্ভাব্য শূন্যপদের সংখ্যা জানিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।
রাজ্যের সরকারি স্কুলগুলিতেও শিক্ষক নিয়োগ হয়নি বহু দিন। এর আগে ২০১৬ সালে শেষ নিয়োগ হয়েছিল। ফলে এই ৬ বছরে প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। স্কুলে শিক্ষাকর্মী নিয়োগও শেষ বারের মতো হয়েছে ২০১৫ সালে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর শিক্ষাকর্মী-লাইব্রেরিয়ান নিয়োগের পথে হাঁটবে রাজ্য।