রক্ষণ সামলাতে লাল-হলুদ শিবিরে ৬ ফুট ৪ ইঞ্চির অস্ট্রেলিয়ান ডিফেন্ডার| দল গোছানো প্রায় শেষের মুখে এসসি ইস্টবেঙ্গলের| ছয় বিদেশির মধ্যে মঙ্গলবারই দ্বিতীয় বিদেশি সই করিয়ে ফেললেন লাল-হলুদ কর্তারা| অস্ট্রেলিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলা টমিস্লাভ মার্কলেকে সই করাল এসসি ইস্টবেঙ্গল|
হাতে সময় কম| তাড়াহুড়ো থাকলেও, বিদেশি নির্বাচনটা খুব সাবধানেই করছে ইস্টবেঙ্গল| দেশীয় ফুটবলার বাছা হয়ে গিয়েছে| এখন শুধুই বিদেশিদের নিয়ে আসার পালা| লাল-হলুদ সূত্রের খবর অনুযায়ী মোট ছজন বিদেশি ফুটবলারকে সই করাচ্ছেন তারা|
যাদের মধ্যে দুজন ডিফেন্ডার, দুজন মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার| কয়েকদিন আগেই স্লোভেনিয়ার মিড ফিল্ডার সই করিয়েছেন তারা| এবার ইস্টবেঙ্গলে যোগ দিলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার| যাঁর প্রোফাইল ঘাটলে লাল-হলুদ সমর্থকরা স্বস্তি পেতেই পারেন|
Here's what our latest signing had to say.
🗣️I will look to add experience at the heart of the defence and take care of the locker room as well.
Read: https://t.co/54RXM6MLzo#TomislavIsHere #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/AkSYALzbWf
— East Bengal FC (@eastbengal_fc) September 14, 2021
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত হলেও, কেরিয়ারের শুরুটা করেছেন ক্রোয়েশিয়া থেকে| আরএনকে স্প্লিটের যুব দল দিয়ে ২০০১ সালে তাঁর যাত্রা শুরু| মাত্র ২০ বছর বয়সে এনকে ইমোতস্কির মতো দলের প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন| পরপর দু মরসুম দুরন্ত পারফরম্যান্স করেই ক্রোয়েশিয়ার প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেন তিনি|
প্রিমিয়ার ডিভিশনে এনকে হারভতস্কি এবং এনকো লোকোমোতিভের মতো দলের হয়ে খেলেছেন টমিস্লাভ| ২০১৮ সালে অস্ট্রেলিয়ার এ লিগে পার্থ গ্লোরিতে যোগ দেন তিনি| সেই দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এ লিগ| সেই বছরই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যোগ্যত্ অর্জন পর্বের দলের সদস্যও হন টমিস্লাভ| সেই তারকাই এবার এলেন এসসি ইস্টবেঙ্গল শিবিরে|
গত বছরই ইস্টবেঙ্গলের হয়ে খেলে গিয়েছিল এ লিগ খেলা ফুটবলাররা| সতীর্থদের থেকে এখানকার খেলা সম্বন্ধে যথেষ্ট খোঁজ খবর নিয়েছেন এই তারকা ফুটবলার| নিজের অভিজ্ঞতা দিয়ে লাল-হলুদে সাফল্য আনাই এখন একমাত্র লক্ষ্য টমিস্লাভের|
একজন মিড ফিল্ডার এবং ডিফেন্ডার চলে এসেছে| তবে সকলের চোখ রয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকারদের দিকে| সেই অপেক্ষাতেই সকলে|