ইতিহাস তৈরি করল সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)৷ প্রতিপক্ষ ভিক্টর লিলভকে হারিয়ে উইম্বলডন (Wimbledon) জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতল ভারতীয় বংশোদ্ভূত এই উঠতি তারকা৷ এর আগে আরেক বাঙালি জুনিয়র উইম্বলডন ফাইনালে খেলেছিলেন৷ তিনি জয়দীপ মুখোপাধ্যায়৷ যদিও ফাইনাল জেতা হয়নি তাঁর৷
আরও পড়ুন: অবশেষে শাপমুক্তি, কোপা আমেরিকা জিতল মেসির আর্জেন্তিনা
A future men's champion?
Samir Banerjee might well be a name you become more familiar with in the future#Wimbledon pic.twitter.com/byAEBwBrSp
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
বাঙালি হলেও সমীরের বেড়ে ওঠা আমেরিকায়৷ ছোট থেকেই টেনিস খেলার প্রতি আগ্রহ তার৷ ক্রমে নিজেকে টেনিস খেলোয়ার হিসাবে মেলে ধরে সমীর৷ এবারের উইম্বলডন জুনিয়রেও অংশ নেয় সে৷ তবে অন্য প্রতিযোগীদের ছাপিয়ে উইম্বলডন জুনিয়রে সমীরের পারফরম্যান্স সকলের নজর কাড়ে৷
আরও পড়ুন: পর্দায় ভারত-পাক যুদ্ধ
গত শনিবার ছিল সেমিফাইনাল৷ ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গকে হারিয়ে ফাইনালে পৌঁছয় সমীর৷ তখন তাকে নিয়ে আরও কৌতূহল তৈরি হয় সকলের৷ ফাইনালে তার প্রতিপক্ষ হয় ভিক্টর লিলভ৷ প্রতিপক্ষকে স্ট্রেট সেটে ৭-৫, ৬-৩ হারিয়ে দেয় সমীর৷ তার পরই প্রবাসী বাঙালি চ্যাম্পিয়ন পায় উইম্বলডন৷