কলকাতা: জামিন মুক্তি পেলেন মুচিপাড়া-কাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষ। সোমবার বিকেলে ২০ হাজার টাকায় ব্যক্তিগত বন্ডে জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত। এই মুক্তির পরেই হুমকি দিলেন সজল ঘোষ৷ মুচিপাড়া থানার পুলিশ অফিসারকে হুমকি দিলেন তিনি৷ একই সঙ্গে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেছেন৷
আরও পড়ুন-কাবুল বিমান বন্দরের বাইরে দুজনকে গুলি করে মারল মার্কিন সেনা জানাল পেন্টগন
এ দিন জামিনে মুক্তির পরে সজল ঘোষ বলেন, আইনের জয় পেয়েছি। কিন্তু লড়াই শেষ হয়নি। আমাদের মতো ছেলেদের লক আপে ঢুকিয়ে মানসিক ও শারীরিক ভাবে ভাঙতে পারবে না। আমি নরক থেকে ফিরছি। লড়াই চলবেই। উচ্চ আদালতে যাবো। দরজা ভাঙা সেই পুলিশ অফিসারদের সঙ্গে দেখা হবেই।
আরও পড়ুন-১৫ বছর পর কলকাতায় ভারতীয় দলের শিবির
প্রাথমিক ভাবে সজল ঘোষকে মুক্তি দেওয়া হলেও কোর্টের তরফে শর্তও রাখা হয়েছে। সপ্তাহে দু’দিন সজলবাবুকে থানায় হাজিরা দিয়ে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। নিম্ন আদালতের এই রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট যাচ্ছেন সজল। এ দিন তাঁর বাড়িতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা।
আরও পড়ুন: মুচিপাড়া কাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের ২ দিনের পুলিশ হেফাজত
১ সেপ্টেম্বর আদালতেও হাজিরা দিতে হবে তাঁকে। শনিবার সজলকে আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের জন্য হেফাজতে চায়। আদালত তা মানতে চায়নি। আদালত দু’দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। সোমবার পুনরায় বিজেপি নেতাকে আদালতে তোলা হয়।
আরও পড়ুন: বিলে গোলমাল, অ্যাপেক্সসহ একাধিক হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের
বৃহস্পতিবার রাতে মুচিপাড়ার একটি ক্লাব ভাঙচুর ঘিরে তুলকালাম হয়ে ওঠে সন্তোষ মিত্র স্কোয়ার সংলগ্ন এলাকা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্লাবে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন সজল ঘোষ। পালটা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ক্লাবের সদস্যরা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেছে। ইভটিজিং-এ জড়িত সকলে বিজেপি নেতা সজল ঘোষের অনুগামী।
আরও পড়ুন: শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ
বৃহস্পতিবার রাতে মুচিপাড়ার একটি ক্লাব ভাঙচুর ঘিরে তুলকালাম হয়ে ওঠে সন্তোষ মিত্র স্কোয়ার সংলগ্ন এলাকা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্লাবে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন সজল ঘোষ। পালটা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ক্লাবের সদস্যরা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেছে। ইভটিজিং-এ জড়িত সকলে বিজেপি নেতা সজল ঘোষের অনুগামী।