নয়াদিল্লি: ই- পাসপোর্ট (E-Passport ) নিয়ে বড় ঘোষণা বিদেশমন্ত্রী জয় শঙ্করের (S Jaishankar)। শনিবার পাসপোর্ট সেবা দিবসে দিল্লিতে আয়োজিত পাসপোর্ট সেবা প্রোগ্রামে তিনি বলেন, ভারতে খুব শীঘ্রই পাসপোর্ট সেবা প্রোগ্রাম ২.০ আসতে চলেছে। যার মধ্যে শুধু চিপই থাকছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন প্রযুক্তিও থাকছে। ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তোলার লক্ষ্যে ‘পাসপোর্ট সেবা কর্মসূচি’ একটি বড় ধাপ বলেও জানান এস. জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী এদিন বলেন, “নাগরিকদের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) ‘EASE’ নামক এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। যার অর্থ হল, E: ডিজিটাল ইকো-সিস্টেম ব্যবহার করে নাগরিকদের পাসপোর্ট পরিষেবা উন্নত করা। A: কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত পরিষেবা সরবরাহ। S: চিপ-নির্ভর ই-পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ সহজ করা এবং E: উন্নত ডেটা নিরাপত্তা।”
আরও পড়ুন:Panchayat Election 2023 | বাহিনী নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রের বার্তা আসেনি কমিশনে
পাসপোর্ট সেবা প্রোগ্রাম ২.০ ঘিরে আধুনিক বায়োমেট্রিক পদ্ধতি আসতে চলেছে। পাসপোর্ট সেবা দিবস ২০২৩ উপলক্ষ্যে তিনি দেশ ও বিদেশের পাসপোর্ট সম্পর্কিত ভারতীয় কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশদে অবহিত করেন। পাসপোর্ট যাতে খুব সহজে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য উদ্যোগের কথা বলা হয়েছে। এই নয়া পরিষেবায় যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভাষাগত পছন্দ মতো বিষয় অগ্রাধিকার পাবে, তেমনই এতে ক্লাউড কম্পিউটিংয়ের প্রয়োগও হবে।