কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই ইফক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। শুক্রবার এমনই দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ঠিক এমনই ইঙ্গিত দিয়েছে বলে জানান তিনি।
দুদিন আগেও ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করেছে বলে জানা গেলেও এখন পরিস্তিতি আরও জটিল হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিকমহল। শুক্রবার হোয়াইটহাউজ রুজভেল্ট কক্ষে বাইডেন বলেন, ‘আমাদের বিশ্বাস রয়েছে যে রাশিয়া আগামী সপ্তাহের কিছুদিনের মধ্যে ইউক্রেন আক্রমণ করার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ যেখানে ২.৮ মিলিয়ন মানুযের বসবাস, সেখানেই টার্গেট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।’
পুতিন যদি এখনও দ্বিধায় কোথায় তিনি আক্রমণ করবেন, এর উত্তরে বাউডেন বলেন, আমি নিশ্চিত যে তিনি তাঁর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, পুতিনের সমস্ত ধারণা মার্কিন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই বলা হচ্ছে।
বুধবার রুশ সরকারি টিভি চ্যানেলে দেখা যায়, ইউক্রেন সীমান্ত থেকে রুশ ফৌজ সরানো হচ্ছে। ছবিতে দেখা গিয়েছে, একটি সেতু পেরিয়ে বাহিনী তাদের দেশের দিকে ফিরছে। বেলারুশ, ক্রিমিয়া, কৃষ্ণ সাগরের দিক থেকেও রুশ বাহিনী ঘরমুখো। তবে আমেরিকার দাবি, রুশ সেনা সরে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে।
আরও পড়ুন: Suvendu Adhikari: কাঁথিতে শুভেন্দুর সঙ্গে তৃণমূল প্রার্থীর বচসা, সিআরপিএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ
এক বিবৃতি দিয়ে আমেরিকার আধিকারিকরা জানিয়েছেন, গোপনে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে রাশিয়া। মস্কোর তরফে আরও ৭০০০ সেনা পাঠানো হয়েছে ইউক্রেন সীমান্তে। তারপর ইউক্রেনের প্রেসিডেন্টও দাবি করেন, আদৌ রুশ সেনা সরানো হচ্ছে না।