নয়াদিল্লি: ২০২৪ টি২০ বিশ্বকাপে রোহিত শর্মাই (Rohit Sharma) ভারতের অধিনায়ক? বিসিসিআই (BCCI) সূত্রে খবর তাই হতে চলেছে। রোহিত নাকি বোর্ড আধিকারিকদের বলেছেন, তাঁকে যদি টি২০ বিশ্বকাপে নেওয়া হয় তাহলে এখনই জানাতে হবে। সম্প্রতি দিল্লিতে এক বৈঠক হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah), সহ-সভাপতি রাজীব শুক্লা এবং কোষাধ্যক্ষ আশিস শেলার। রোহিত সেই বৈঠকে জুম কলে উপস্থিত হন, কারণ তিনি এখন পরিবারের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছেন।
ওই বৈঠকেই রোহিত একথা বলেন। বোর্ড আধিকারিকরা এবং কোচ দ্রাবিড় সেই মুহূর্তেই একযোগে জানিয়ে দেন, টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দিতে রোহিতই সঠিক লোক। বোর্ড চেয়েছিল রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজেই যোগ দিক, কিন্তু তিনি আরও কিছুদিন ছুটি কাটানোর অনুরোধ করেছেন। এতেও আপত্তি করেনি বিসিসিআই। রোহিত ফিরবেন টেস্ট সিরিজে। প্রোটিয়াদের দেশে টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) এবং ওয়ান ডে-তে কে এল রাহুল (KL Rahul)।
আরও পড়ুন: আজ ফের ওড়িশা, বদলা নিতে পারবে কি মোহনবাগান?
রোহিত এবং বিরাট কোহলি (Virat Kohli) এক বছরের বেশি সময় আন্তর্জাতিক টি২০ খেলেননি। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতেই এই সিদ্ধান্ত। সেই বিশ্বকাপ শেষ, তাই এই দুজনের টি২০ না খেলার কোনও কারণ নেই। রোহিতের অবর্তমানে টি২০ ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু তাঁকে আনুষ্ঠানিকভাবে এই ফর্ম্যাটের অধিনায়ক হিসেবে কখনওই ঘোষণা করেনি বিসিসিআই। তার উপর বিশ্বকাপে চোট পেয়ে ১৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি, তাই রোহিতের থেকে ভালো নেতা আর কাউকে পাওয়া যাচ্ছে না।