ধরমশালা: রবিবার নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে ভারত। বিশ্বকাপে পাঁচ ম্যাচের পাঁচটাতেই জিতে এখন পর্যন্ত টিম ইন্ডিয়াই (Team India) একমাত্র অপরাজিত দল। কিউয়িদের হারানোর ম্যাচে বেশ কিছু ব্যক্তিগত রেকর্ড হল। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করেছিলেন। তাঁর রবিবারের রেকর্ডও ছয় নিয়েই। প্রথম ভারতীয় হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ওডিআই ক্রিকেটে ৫০টি ছয় মারলেন।
কিউয়ি পেসার ম্যাট হেনরিকে (Matt Henry) কাউ কর্নারের উপর দিয়ে ছয় মেরে ছক্কার হাফসেঞ্চুরি করেন রোহিত। এই কীর্তি তিনি করলেন বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে। তাঁর আগে আছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এবং ক্রিস গেল (Chris Gayle)। দক্ষিণ আফ্রিকান ব্যাটার ২০১৫ সালে ৫৮টি ছয় মেরেছিলেন। ‘ইউনিভার্স বস’ ৫৬টি ছয় মারেন ২০১৯ সালে। হিটম্যানের কাছে সুযোগ আছে এই দু’জনকে টপকে শীর্ষস্থানে আসার। তিনি যেরকম ফর্মে রয়েছেন, বিশ্বকাপের যে কোনও ম্যাচে রেকর্ড গড়তে পারেন। রবিবার ৪০ বলে ৪৬ রানের ইনিংসে চারটি ছয় মেরেছেন রোহিত, এখন তাঁর ছক্কার সংখ্যা ৫৩।
বিশ্বকাপের মঞ্চে ছয়ের হিসেবে কিছুদিন আগেই ডিভিলিয়ার্সকে টপকেছেন ভারত অধিনায়ক। ডিভিলিয়ার্সে ছয়ের সংখ্যা ছিল ৩৭। রোহিত এখন দুই নম্বরে, একে সেই ক্রিস গেল। বিশ্বকাপে তাঁর মোট ছয়ের সংখ্যা ৪৯। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে গেলের ৫৩৩ ছক্কার রেকর্ডও টপকে গিয়েছেন রোহিত।
রোহিতের ছয়ের রেকর্ডের দিনে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন শুভমান গিলও (Shubman Gill)। ওডিআইতে দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রান পূর্ণ করেছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকান ওপেনার হাসিম আমলার (Hasim Amla) দখলে। ৪০ ম্যাচে ২০০০ রান করেন তিনি। গিল নিলেন ৩৮ ম্যাচ। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে দু’বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি করেছেন মহম্মদ শামি (Mohammad Shami)। কপিল দেব, আশিস নেহরা, ভেঙ্কটেশ প্রসাদ, রবিন সিং এবং যুবরাজ সিংকে টপকালেন তিনি।