কলকাতা: বিসিসিআই (BCCI) (Control for Cricket in India) এর সভাপতি রজার বিনি (Roger Binny ) 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের কুস্তিগিরদের প্রতিবাদের (wrestler protest) বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিলেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতি তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। বিনি দাবি করেন, কুস্তিগিরদের প্রতিবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছেন তা মিথ্যা। তিনি আরও বলেন, বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন।
এই প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যাটি কর্তৃপক্ষ সমাধানের জন্য কাজ করছে। একজন প্রাক্তন ক্রিকেটার হিসাবে, আমি বিশ্বাস করি যে খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলানো সঙ্গে মেলানো উচিত নয়। এর আগে, প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ কুস্তিগিরদের সমর্থন জানিয়েছেন। কুস্তিগিরদের হেনস্তার বিষয় অসন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাসকর (Sunil Gavaskar) সম্বলিত দলের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগিরদের টানাহেঁচড়ার অপ্রীতিকর দৃশ্যে আমরা ব্যথিত এবং বিরক্ত। সেই সঙ্গে তাঁরা যে তাঁদের পদক গঙ্গা নদীতে বিসর্জন দেওয়ার ভাবছেন, তা নিয়েও আমরা অত্যন্ত চিন্তিত। ওই পদকের পিছনে রয়েছে বহু বছরের প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প, এবং দৃঢ়তা এবং শুধুমাত্র তাঁদের নয়, দেশের গর্ব এবং আনন্দের। আমরা তাঁদের এই বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি তাঁদের অভিযোগ দ্রুত শোনা হবে এবং সমাধান করা হবে। দেশে আইন বিরাজ করুক।