মালদহ: সাতসকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল অন্তত চার জনের। গুরুতর আহত আরও ২ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) ৩৪ নম্বর জাতীয় সড়কের শ্যামনগর এলাকায়। জানা গিয়েছে, যাত্রীবোঝাই টোটোটিকে (Toto) পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক (Truck)। তাতেই মৃত্যু হয় চারজনের। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও তার চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের আহড়া এলাকা থেকে বেশ কিছু সবজি চাষিরা সবজি বিক্রি করার জন্য প্রতিদিন কিষান মান্ডিতে আসেন। প্রতিদিনের মতো আজকেও ভেন্ডি নিয়ে গাজোল কিষাণ মান্ডিতে আসছিলেন তাঁরা। সেই সময় রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরি ওই টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। টোটো চালক সহ আর একজন গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে মালদদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। তবে ঘাতক ওই লরিটিকে আটক করা গেলেও চালককে ধরা যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ফের কালিয়াচকে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)