কলকাতা: আরজি কর (RG Kar Case) খুন-ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধে তাঁদের হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার (Advocate Vrinda Grover)। কিন্তু এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। জানা গিয়েছে, তাঁর কাজে হস্তক্ষেপ করা হচ্ছে বলেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন আইনজীবী গ্রোভার। এমননকী নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্যও হয়েছে।
সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত তিনমাস ধরে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, শিয়ালদহ আদালত এবং এসিজেএম কোর্টে নির্যাতিতার পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করছেন গ্রোভার। এই মামলা লড়তে কোনও অর্থ নেননি তিনি। আইনজীবীর বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোরালো বিরোধিতা করা হয়েছে এবং এখনও তারা কেউই জামিন পায়নি। একজন আইনজীবী হিসাবে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: পাসপোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ
কিন্তু হস্তক্ষেপ এবং মতপার্থক্যের কারণে দায়িত্ব ছাড়ার ঘোষণা করেছে বৃন্দা গ্রোভারের চেম্বার। তবে কাদের হস্তক্ষেপ, কী ধরনের হস্তক্ষেপ এ নিয়ে কিছু খোলসা করা হয়নি। এদিকে গ্রোভারের দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর জানেন না বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সবমিলিয়ে বেশ ঘোরালো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর পর আইনি লড়াইয়ের দায়িত্ব নেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুরুর দিকে সর্বোচ্চ আদালতে তিনিই সওয়াল করেছিলেন। তারপর মামলা থেকে সরে দাঁড়ান বিকাশ। নির্যাতিতার পরিবারের অনুরোধে দায়িত্ব নেন বৃন্দা গ্রোভার এবং তাঁর দুই সহযোগী। এবার তিনিও সরে গেলেন।
দেখুন অন্য খবর:
The post আরজি কর মামলা থেকে সরে গেলেন নির্যাতিতার আইনজীবী! first appeared on KolkataTV.
The post আরজি কর মামলা থেকে সরে গেলেন নির্যাতিতার আইনজীবী! appeared first on KolkataTV.