কলকাতা: দমদমের জীবন রতন ধর রোডের বহুতল আবাসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মী তাঁর স্ত্রী এবং মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। তারপরে মধ্যমগ্রাম রেল স্টেশনে হাবরা লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর নাম গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮)। তাঁর মানসিক সমস্যা ছিল। প্রথমে তাঁর স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় (৪৪) এবং পরে মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের(১৯) গলা কেটে খুন করে বলে অভিযোগ। এরপরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গিয়ে আত্মঘাতী হন।
শুক্রবার মধ্যমগ্রাম স্টেশনের কাছে প্রাক্তন ওই সেনা কর্মীর দেহ উদ্ধার হয়েছে। দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে গৌতমবাবুর বাড়িতে তাঁর স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় ও মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যা করেছেন গৌতম।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গভীর সংকটে সকলকে এক হওয়ার আহ্বান সহ-উপাচার্যের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌতম মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশের অনুমান, স্ত্রী, মেয়েকে খুন করার পরে মধ্যমগ্রাম রেল স্টেশনের কাছে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। শুক্রবার দুপুরে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।