নয়াদিল্লি: জনপ্রিয় মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে (Popular Micro-Blogging Website Twitter) ডেটা চুরি (Data Breach) এবং তার জেরে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ইউজারের ব্যক্তিগত ডেটা (Users Personal Data) ব্রিক্রি হয়ে গিয়েছে ডার্ক ওয়েবে (Dark Web)। এবিষয়ে প্রকাশিত রিপোর্ট বলছে, টুইটারে এটিই সবচয়ে বড় ডেটা চুরির ঘটনা। টুইটারে যে ডেটা চুরি হয়েছে, তার স্বপক্ষে এক হ্যাকার (Hacker) তালিকাও প্রকাশ করেছেন। সেই স্যাম্পল ডেটাতে বলা হয়েছে, চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে টুইটার ইউজারদের নাম (Name of the Twitter Users), ইউজারনেম (User Name), ফলোয়ার কাউন্ট (Followers Count), ক্রিয়েশন ডেট (Creation Date) এবং কিছু ক্ষেত্রে ফোন নম্বরও (Phone Numbers) ফাঁস হয়ে গিয়েছে।
আরও পড়ুন: IPL: ভারতীয় ক্রিকেটের উন্নতি ঘটাতে ব্যর্থ আইপিএল, মন্তব্য ধোনির কোচ কেশব ব্যানার্জির
গত ২৮ অক্টোবর টুইটার কিনেছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তারপর টুইটার থেকে একধাক্কায় অর্ধেকেরও বেশি কর্মী ছেঁটে ফেলেছেন তিনি। টুইটার পরিচালনা ব্যবস্থা এবং নীতিতেও (Twitter Management and Policy) পরিবর্তন এনেছেন। এই অবস্থায় টুইটারের ডেটা চুরি যাওয়ায় কার্যত চ্যালেঞ্জের মুখে মাস্কের কোম্পানি পরিচালনার ধ্যান-ধারণা। কারণ মাস্কের হাতে টুইটারের নিয়ন্ত্রণ আসার পর এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।
এর আগে গত নভেম্বরে ৫.৪ মিলিয়ন টুইটার ইউজারের ডেটা চুরি গিয়েছিল। হ্যাকার সাইটে সেই তথ্য পাবলিশ হওয়ার পরই ঘটনা সামনে এসেছিল। এবারও সেই একই রকমের ঘটনা ঘটল। কিন্তু ডেটা চুরির পরিমাণ তার চেয়ে অনেক গুণে বেশি। যে তথ্য ডার্ক ওয়েবে রিলিজ করেছে, তার থেকে এটা প্রমাণিত যে হ্যাকারদের দাবি সত্যি। টুইটারের ডেটা সত্যিই চুরি করা হয়েছে।
উল্লেখ্য, চুরি যাওয়া ডেটার যে নমুনা প্রকাশ করা হয়েছে, তাতে বলিউড তারকা সলমন খান Bollywood Star Salman Khan), গুগল সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai), ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting, India)-এর নামও রয়েছে। কিভাবে এই ডেটা ব্রিচের ঘটনা ঘট, তা নিয়ে তদন্ত করছে টুইটারের সংশ্লিষ্ট টিম।