নিউ ইয়র্ক: মালিকানা হাতে নিয়েই টুইটার (Twitter) থেকে আরও কর্মী ছাঁটাইয়ের (Worker Lay-off) পথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক (Elon Musk)। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্রের রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। শনিবার থেকেই সেই কাজ শুরু করে দিয়েছেন টেসলা কর্ণধার। ৪৪ বিলিয়ন মার্কিন ডলার খরচা করে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটার কিনেছেন মাস্ক। জানা গিয়েছে, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি খুব শীঘ্রই টুইটারে কন্টেন্ট মডারেশন কাউন্সিল গঠন করা হবে। মাস্ক এই ব্যাপারে উদ্যোগ নেওয়াও শুরু করে দিয়েছেন।
গত বৃহস্পতিবার টুইটার কেনার চুক্তি চূড়ান্ত রূপ পেয়েছে। মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social Media Platform) কিনতে চলেছেন এই খবর চাওর হওয়ার পরপরই খবরে প্রকাশিত হয়েছিল, টুইটারে অধিগ্রহণ করার পর মার্কিন ধনকুবের ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করবেন। জানা গিয়েছে, টুইটার ক্রয়ের চুক্তি সম্পূর্ণ হওয়ার পরপরই মাস্ক কর্মীদের পূর্ণ তালিকা চেয়ে পাঠিয়েছেন।
আরও পড়ুন: Baghdad Explosion: বাগদাদে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ, মৃত ১০, আহত অনেক
মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনেছেন মাস্ক, বৃহস্পতিবার চুক্তি সম্পূর্ণ করার পরেই তিনি নির্দেশ দিয়েছেন সংস্থার সমস্ত অফিস জুড়ে কর্মী সংখ্যা কমাতে হবে। গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে মোট ৭,৫০০ কর্মী রয়েছে টুইটারে। এখন তার মধ্যে থেকে কতজনকে ছাঁটাই করা হবে, সেই সংখ্যা এখনই নিশ্চিত নয়। তবে রিপোর্টে প্রকাশ পয়লা নভেম্বরেই আগেই ছাঁটাই হবে।
এখানে রয়েছে আরও একটি বিষয়, নভেম্বরে সাধারণ টুইটারের কর্মীদের স্টক দেওয়া হয়ে থাকে ক্ষতিপূরণের অংশ হিসেবে। এখন ১ নভেম্বরের আগে কর্মী ছাঁটাই করলে মাস্ক বিপুল পরিমাণ স্টক কর্মচারীদের দেওয়ার বিষয়টিতে লাগাম টানতে পারবেন। মাস্ক টুইটারে বিনিয়োগকারীদের বলে রেছেছেন, তিনি টুইটারের কর্মী সংখ্যা কমাবেন, টুইটারকে আরও ব্যক্তিগত করার পাশাপাশি নতুন ধাঁচে অর্থ উপার্জনের (Revenue Streams) রাস্তা তৈরি করবেন। মাস্ক গত শুক্রবারই টুইট করে জানিয়েছেন, কন্টেন্ট মডারেশন কাউন্সিল (Content Moderation Council) গঠন হলে বৈঠকের পর কন্টেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং বন্ধ হওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু হতে পারে। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এখনও পর্যন্ত টুইটারের কন্টেন্ট পলিসিতে কোনও পরিবর্তন আনা হয়নি।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক টুইটার কেনার পরই সিইও পরাগ আগরওয়াল, লিগ্যাল এগজিকিউটিভ বিজয়া গড্ডে, চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেড সেগাল এবং জেনারেল কাউন্সিল শন এডগেটকে ছাঁটাই করেছেন সংস্থা থেকে। আর তারপরই মাস্ক বিশ্ববাসীকে টুইট বার্তায় জানিয়ে দেন, পাখি এখন মুক্ত। ভাল সময়কে চলতে দিন। রসিকতা এখন বৈধ টুইটারে।