কলকাতা: সোমবার রাজ্যের বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচন (Repolling)করার কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পুনর্নির্বাচন হবে ৬৯৬টি বুথে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি বুথগুলিতে নতুন করে ভোটগ্রহণ হবে। মুর্শিদাবাদের সবথেকে বেশি বুথে আবারও ভোট হতে চলেছে। এরপরই তালিকায় আছে মালদহের নাম। রবিবার বিকেলে পুনর্নির্বাচনের কথা জানান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে, পূর্ব মেদিনীপুরের ৩১টি, দক্ষিণ ২৪ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের যে বুথগুলিতে ফের ভোট হবে তার মধ্যে নন্দীগ্রামেরও দুটি বুথ রয়েছে৷ ভাঙর ১ ও ২ ব্লকের কোনও বুথে পুনর্নির্বাচন হবে না। এছাড়াও দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি, হাওড়ায় ৮টি বুথে পুনরায় ভোট হবে৷ হুগলি জেলাতে ভোট হবে ২৯ টি বুথে।
আরও পড়ুন:Panchayat Election 2023 | Bhangar | অবশেষে বাড়ি ফিরলেন ভাঙড়ে ভোট করাতে গিয়ে ‘নিখোঁজ’ পোলিং অফিসার
উত্তর ২৪ পরগনার ৪৬ টি বুথে আগামিকাল পুনর্নির্বাচন হতে চলেছে।ব্যরাকপুর মহকুমার শিউলি পঞ্চায়েতের তেলিণী পাড়া হাইস্কুলের ৪৩ ও ৪৪ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে। পাশাপাশি, পশ্চিম বর্ধমান জেলায় ৬টি বুথ এবং আসানসোল মহকুমায় কয়েকটি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানা যায়। কিন্তু সঠিক কোন কোন বুথে হবে তা জেলা প্রশাসন থেকে স্পষ্টভাবে জানায়নি।