কলকাতা টিভি ওয়েব ডেস্ক : ফোনে আড়িপাতা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে অস্বস্তিতে কেন্দ্রের মোদি সরকার। পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশের নাগরিকদের ব্যক্তি-স্বাধীনতা এবং গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বেছে বেছে সাংবাদিক, রাজনীতিক, সমাজকর্মীদের উপর চরবৃত্তি করা হয়েছে। সাংবাদিকদের ফোনে আড়ি পেতে তাঁদের খবরের সোর্স পর্যন্ত জানার চেষ্টা করা হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এ ভাবে চরবৃত্তি করা হলে সাংবাদিকদের কাজের মাধ্যমে দেশের নাগরিকরা কোনও দিনই প্রকৃত তথ্য বা খবর জানতে পারবেন না।
কেন্দ্র চেয়েছিল মোদি সরকারের ঠিক করা বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে পেগাসাস মামলার তদন্ত করাতে। সুপ্রিম কোর্টে এ নিয়ে আবেদন করা হয়। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমানার নেতৃত্বাধীন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। বদলে শীর্ষ আদালতের ঠিক করা বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে কমিটির নেতৃত্বে থাকবেন বিচারপতি আর ভি রবীন্দ্রন। রবীন্দ্রন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁকে সাহায্য করবেন অলোক জোশী এবং সন্দীপ ওবেরয়। অলোক জোশী প্রাক্তন আইপিএস অফিসার। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অপরাধের তদন্তে প্রচুর সাফল্য এবং অভিজ্ঞতা রয়েছে। সন্দীপ ওবেরয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। এ ছাড়াও থাকছে তিন সদস্যের টেকনিক্যাল কমিটি। তদন্তের কাজে সাহায্য করবে এই কমিটি। প্রফেসর নবীনকুমার চৌধুরি, প্রফেসর প্রবহরণ পি এবং প্রফেসর অশ্বীন অনিল গুমস্তে।
আরও পড়ুন – কেন্দ্রের হলফনামায় নেই স্বচ্ছতা, পেগাসাস-কাণ্ডের তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের
কীভাবে কাজ করবে এই বিশেষজ্ঞ কমিটি
দেশের নাগরিকদের ফোনে বা অন্য কোনও গ্যাজেটে কি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল? ফোনে জমানো তথ্য কী চুরি করা হয়েছিল? নাগরিকদের ফোনে কথোপকথন কি আড়িপাতা হয়েছিল?
তথ্য গোপনীয়তায় এই চরবৃত্তির কারণে কারা কারা, কী কী ভাবে ক্ষতিগ্রস্ত?
২০১৯ সালে পেগাসাসের মাধ্যমে বহু ভারতীয় নাগরিকের হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এই খবর জানাজানির পর কেন্দ্র সরকার কী কী পদক্ষেপ করে?
কে এই পেগাসাস ব্যবহার করেছে? কেন্দ্র সরকার, কোনও রাজ্য সরকার? নাকি কোনও কেন্দ্রীয় সংস্থা বা রাজ্যের এজেন্সি?
যদি কোনও সরকারি সংস্থা বা এজেন্সি দেশের নাগকিরদের ফোনে পেগাসাস ব্যবহার করে থাকে, তবে তা কোনও আইনে, কোন গাইডলাইন মেনে, কোন প্রোটোকলের আওতায় করা হয়েছে?
যদি কোনও বেসরকারি সংস্থা বা ব্যক্তি দেশের নাগরিকদের ফোনে আড়ি পেতে থাকে তা হলে সেই কাজ কি আইনত অনুমোদিত?