রেড রোডের মিনি বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক। ধৃতের নাম সৈয়দ ইবরার হোসেন। শনিবার রাত ১১ নাগাদ কামারহাটির ষষ্টিতলা রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ চালকের বিরুদ্ধে অনিচ্ছকৃত খুনের মামলা দায়ের করেছে। রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ধৃতকে।
করোনা বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। রাজ্য সরকারের নির্দেশে গত ১ জুলাই থেকে চালু করা হয়েছে বেসরকারি বাস। পরিষেবা চালু হয়ে প্রথম দিনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল মেটিয়াব্রুজ থেকে হাওড়াগামী একটি মিনিবাস। সূত্রের খবর অনুযায়ী, বাসটি সরাসরি গিয়ে এক পুলিশকর্মীর মোটরবাইকে ধাক্কা মেরেছে। তারপর রেড রোডের ধারে পাঁচিল ভেঙে বেশ কয়েক মিটার উঁচুতে উঠে যায় বাসটি। এরপর গাছে ধাক্কা মেরে আটকে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিবেকানন্দ দাব নামের ওই পুলিশকর্মীর। এরপর থেকেই অভিযুক্ত বাস চালকের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে শনিবার গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রেক মারেননি মিনিবাস চালক। রাস্তায় কোনও স্কিড করা বা ঘষটে যাওয়ার দাগও না ছিল না। ফরেনসিক মনে করছে, ব্রেক মারার সময় পাননি ড্রাইভার কিংবা ব্রেক সময়মত কাজ করেনি। গোটা বিষয়টি জানা যাবে মেকানিক্যাল রিপোর্ট পাওয়া গেলে।