নয়াদিল্লি: দেশের অর্থনীতিতে লাগামছাড়া মূল্যবৃদ্ধি সামাল দিতে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ২০১৮ সালের অগস্ট মাসে রেপো রেট শেষবার বাড়িয়েছিল আরবিআই৷ বুধবার ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেটের হার ৪.৪০ শতাংশ করা হয়েছে৷ মনে করা হচ্ছে, এর প্রভাব এসে পড়বে গাড়ি-বাড়ি কেনার ইএমআইয়ের উপর৷ আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাসের এই ঘোষণার পর ব্যাঙ্কগুলির ইএমআইয়ের উপর সুদের হার পরিবর্তিত হতে চলেছে৷
এর আগে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) রেপো রেট বাড়ানোর পক্ষে মত দিয়েছিল৷ তারপরই শক্তিকান্ত দাসের এ দিনের ঘোষণা৷ বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই পথে হাঁটা ছাড়া আর কোনও উপায় ছিল না আরবিআইয়ের৷ আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দামবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সরাসরি এসে পড়েছে ভারতের অর্থনীতিতে৷ তার জেরে দাম বেড়েছে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের৷ আরবিআই গর্ভনরও এ দিন সাংবাদিক সম্মেলনে দেশের মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক পরিস্থিতিকেই দায়ী করেন৷ তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের৷ এর আগে টানা চার বছর অপরিবর্তিত ছিল রেপো রেট৷
রেপো রেট বাড়লে একদিকে যেমন গাড়ি-বাড়ি ইত্যাদির ইএমআইয়ের উপর সুদের হার বেড়ে সমস্যায় পড়েন চাকুরিজীবীরা৷ তেমনই স্থায়ী আমানতের সুদের হার বেড়ে যাওয়ায় উপকৃত হন গ্রাহকরা৷ আরবিআইয়ের এই সিদ্ধান্তের পর স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াবে ব্যাঙ্কগুলি৷ ফলে পেনশনভোগী এবং প্রবীণরা লাভবান হবেন৷ অন্যদিকে যাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের আগের চেয়ে বেশি টাকা দিয়ে সেই ঋণ শোধ করতে হবে৷ কারণ ঋণের উপর সুদের হার বাড়াবে ব্যাঙ্কগুলি৷