রামপুরহাট: বীরভূমের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল রামপুরহাট পুলিস। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ৷ মঙ্গলবার রাতে মালদা ও রামপুরহাট ঝাড়খণ্ড বর্ডার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। আগেই হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার হয়। তারপর গতকাল মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করল পুলিস। আজ, বুধবার ধৃতদের রামপুরহাট মহ্কুমা আদালতে তোলা হবে ।
এ দিকে বুধবার সকাল থেকে বগটুি গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷ গ্রামবাসীদের জিজ্ঞাবাদ, বিভিন্ন এলাকা খতিয়ে দেখা শুরু করেছেন৷ বুধবার সকালে পরপর পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়৷ এর আগে মঙ্গলবার রামপুরহাট থানার সাসপেন্ডেড আইসি ত্রিদীপ প্রামানিককে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়ম অনুযায়ী মোবাইল বাইরে রেখেই সিবিআইয়ের অস্থায়ী দফতরে ঢুকেছিলেন ত্রিদীপ প্রামানিক। তাঁর গাড়ির চালকের কাছে মোবাইল রেখে সিবিআইয়ের দফতরে ঢোকেন তিনি। কিছুক্ষণ পরেই সেই মোবাইল চেয়ে পাঠান তদন্তকারী আধিকারিকেরা। সেই গাড়ির চালক সিবিআইয়ের অস্থায়ী দফতরে গিয়ে মোবাইল পৌঁছে দিয়ে আসে। আগেই আইসি কল রেকর্ড সংগ্রহ করেছিল সিবিআই।
সূত্রের খবর, ওই রাতে ঠিক কী হয়েছিল, তা তাঁদের কাছে জানতে চায় তদন্তকারী আধিকারিকেরা। কখন পুলিস গ্রামে যায়, সেইসময় গ্রামের কী পরিস্থিতি ছিল এবং পুলিসের তরফে কী পদক্ষেপ করা হয়েছিল, এই সমস্ত প্রশ্ন করা হয় তাঁকে।