নয়াদিল্লি: মণিপুর ইস্যু নিয়ে সংসদে অচলাবস্থার মধ্যেই আজ, বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হতে পারে বহু বিতর্কিত দিল্লি অধ্যাদেশ বিল। যে কারণে কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের বহু দলই হুইপ জারি করেছে। রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক তিন লাইনের একটি হুইপ জারি করে সমস্ত এমপিকে রাজ্যসভা চলাকালীন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। যদিও দিনের শুরুতেই চিৎকার-চেঁচামেচিতে দুপুর ২টো পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দিল্লি অর্ডিন্যান্সটি ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে। কিন্তু এটাকে আইনে রূপান্তরিত করতে হলে রাজ্যসভাতেও পাশ করাতে হবে। সেই হিসেবে আজ এটা রাজ্যসভায় পাশ করানোর চেষ্টা করতে পারে সরকারপক্ষ। তাই নিয়েই যুদ্ধং দেহী মনোভাবে রাজ্যসভায় অবতীর্ণ হতে চলেছে বিরোধী ও ট্রেজারি বেঞ্চ।
আরও পড়ুন: Parliament Monsoon Session | আজ কালো পোশাকে সংসদে ‘ইন্ডিয়া’, মোদির মৌনতা কি ভাঙবে?
উল্লেখ্য, রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র রাজ্যসভায় শক্তি হল ১০১। উল্টোদিকে ২৬ দলের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের শক্তি ১০০ সাংসদের। অন্যদিকে, জোট নিরপেক্ষ দলের পক্ষে রয়েছেন ২৮ জন। ৫ জন মনোনীত এবং তিনজন নির্দল এমপি রয়েছেন। এর মধ্যে কোনও পক্ষেই নেই এমন দলের মধ্যে ভারত রাষ্ট্র সমিতি বিরোধী পক্ষে ভোট দিতে পারে। বিজু জনতা দল এবং ওয়াইএসআর কংগ্রেসও ঝুঁকতে পারে বিজেপির দিকেই। তাদের ৯ জন করে সাংসদ রয়েছেন। পাশাপাশি একজন করে সাংসদের শক্তি নিয়ে বহুজন সমাজ পার্টি, জনতা দল এস এবং তেলুগু দেশম কোন দিকে ঝোঁকে তা লক্ষ্যণীয়।
মণিপুর নিয়ে উত্তাল সংসদে আজ, বৃহস্পতিবার বিরোধী দলের সাংসদরা কালো পোশাক পরে প্রতিবাদ জানান। মণিপুরের মানুষের প্রতি সংহতি প্রকাশে এবং ‘নীরব মোদি’র মৌনতা ভাঙতে এই প্রতীকী প্রতিবাদের পথে বিরোধী মঞ্চ ইন্ডিয়া। এদিন সংসদ বসার আগে রাজ্যসভার কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়্গের দফতরে বিরোধী দলনেতারা কালো পোশাকেই এক বৈঠকে বসেন। সেখানে এদিন সভায় বিরোধীদের রণকৌশল রূপায়িত হয়।
প্রসঙ্গত, বুধবারই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথম দফার মুলতুবির পর দুপুরে সভার শুরুতেই অনাস্থা গ্রহণ করেন স্পিকার। তিনি জানান, আমি সব দলের নেতাদের সঙ্গে কথা বলে আলোচনার দিন ও সময় জানিয়ে দেব। সম্ভবত আগামী সপ্তাহেই অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা শুরু হবে।