কলকাতা: ভোটের উত্তাপ যে আবহাওয়াতেও ধরা পড়বে তা আগেই ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের দিকে জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই এক জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা সংলগ্ন পাশ্ববর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশিই থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরের ৫টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: Panchayat Result 2023 | জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের ফল কীরকম হলো জেনে নিন
পাশাপাশি আগামী ৪ থেকে ৫ দিন ধরে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি থাকবে।