কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিন বেলা দশটা নাগাদ শুরু হয় বৃষ্টি। সময় পেরোতেই বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮. ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে প্রায় ৬ ডিগ্রী কম।
পাশাপাশি আজ শনিবার দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু, ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৬১৭
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন:ডেল্টা ভেরিয়েন্টের দাপট বাড়ছে মহারাষ্ট্রে, একদিনে আক্রান্ত ৩০
বিগত কয়েকদিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বর্ধমান হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলা সহ রাজ্যের এক বিরাট অংশ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকাগুলো পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ চিঠি লেখেন তিনি। রাজ বন্যার জন্য কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন কে। সেই রাজনৈতিক চর্চার মধ্যেই শুক্রবারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে কলকাতার একাধিক এলাকা। বিপর্যস্ত হয়ে যান চলাচল চার্জে সমস্যায় পড়েন শহরবাসী।