Placeholder canvas
কলকাতা বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
Rahul Gandhi: রাহুলই সভাপতি ? ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটবেন ৩ হাজার কিমি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ০৩:৪৬:২০ পিএম
  • / ১১১ বার খবরটি পড়া হয়েছে

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: এতে দল কতখানি লাভবান হবে বলা মুশকিল, কিন্তু কর্মসূচিতে চমক রয়েছে৷ দেশজুড়ে বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর থেকে সর্বভারতীয় কংগ্রেস ‘ভারত জোড়ো যাত্রা’র ডাক দিয়েছে৷ ওইদিনই শুরু হবে মোদি তথা বিজেপির ‘হর ঘর তিরঙ্গা’-র পাল্টা কংগ্রেসের ‘হর ঘর রোজগার’ কর্মসূচি৷ পাশাপাশি ঘোষিত হয়েছে ভারত জোড়ো যাত্রা’৷ এই যাত্রা-য় রাহুল গান্ধী সক্রিয়ভাবে অংশ নেবেন৷ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্রায় ৩০০০ কিলোমিটারে তিনি অংশ নেবেন। দল জানিয়েছে, রাহুল ১৫০ দিন পদযাত্রায় থাকবেন। আপাতত ঠিক আছে, প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার হাঁটবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। এই যাত্রায়  রাহুল গান্ধী বা কংগ্রেস কোনও নেতা কোনও হোটেল বা রিসর্টে থাকবেন না। রাতে সেদিনের মতো যেখানে যাত্রা শেষ হবে,সেখানেই তাঁবু ফেলা হবে। তাঁবুতেই  নেতারা রাত কাটাবেন।

এদিকে রাজনৈতিক মহল বলছে, রাহুল গান্ধীকে ফের ‘প্রোজেক্ট’ করতেই এই কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস৷ দলের সভাপতি নির্বাচন পর্ব শুরু হতে আর বেশি দেরি নেই৷ সূত্রের খবর,এআইসিসি-র সভাপতি নির্বাচনে দেশজুড়ে প্রায় ৯ হাজার প্রতিনিধি ভোট দেবেন। বিভিন্ন প্রদেশ কংগ্রেস ভোটার-তালিকা তৈরি করছে৷  কাজ শেষ পর্যায়ে। ভোটার তালিকা চূড়ান্ত হলে অনুমোদনের জন্য ওয়ার্কিং কমিটির কাছে পেশ করা হবে৷ ওয়ার্কিং কমিটি সভাপতি নির্বাচনের তারিখ মোটামুটি চূড়ান্ত করে তা পাঠাবেন চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর কাছে৷ গোটা পদ্ধতিতে কোনও ফাঁক না থাকলেও সবটাই অনিশ্চিত হয়ে পড়ছে দলের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা থাকায়৷ এআইসিসি আগেই ঘোষণা করেছে, আগামী ২১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি নির্বাচন করা হবে৷ জানা গিয়েছে, দিনকয়েকের মধ্যেই দলের সভাপতি তথা সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে৷ ওদিকে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ফের রাহুলকেই দলের সভাপতি করার কথা ভাবা হচ্ছে ? এ ধরণের প্রশ্নের কারণ, দলের বর্তমান চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর শরীর ভালো নেই৷ এখন তাঁর শারীরিক পরিস্থিতি যে রকম, তাতে সোনিয়া কিছুতেই রাজি নন ফের দলের শীর্ষ পদে বসতে৷ ফলে ওই অনুরোধই তাঁকে করাই কঠিন। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী যদি সভাপতি হতে নারাজ হন, তাহলে সঙ্গতভাবেই গান্ধী পরিবারের বাইরের কোনও নাম ভাবতে হবে। এতেও আপত্তি রয়েছে সিংহভাগ কংগ্রেস নেতার৷ কিন্তু রাহুল গান্ধী ফের কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিতে রাজি কি না, তা এখনও নিশ্চিত নয়৷ দলের তরফে ‘অফিসিয়ালি’ এই প্রস্তাবও রাহুলের কাছে যায়নি৷ ফলে গোটা বিষয়টি ঝুলেই রয়েছে৷ কংগ্রেসের একাংশের আশঙ্কা, রাহুল গান্ধী হয়তো নিজে সভাপতি না হয়ে ঘনিষ্ঠ কাউকে ওই পদে বসাতে চাইছেন৷ সেক্ষেত্রে রিমোটের মাধ্যমে দল চালাতে পারেন রাহুল৷ এই অংশের স্পষ্ট বার্তা, এমন হলে দলের অভ্যন্তরে বিদ্রোহ অনিবার্য ৷ ফের সক্রিয় হয়ে উঠবে ‘জি-২৩’ গোষ্ঠী৷ 

রাজনৈতিক মহলের অভিমত, রাহুল গান্ধীই কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে চলেছেন৷ তার আগে কংগ্রেস রাহুলের ‘ইমেজ বিল্ডিং’-এ নেমেছে৷ সে কারণেই দলের তরফে ‘ভারত জোড়ো যাত্রা’র ডাক দিয়েছে৷ আর সেই যাত্রাতেই রাহুল ১৫০ দিন থাকবেন। অংশ নেবেন পদযাত্রায়৷ প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার হাঁটবেন৷ আসলে এ সবই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসানোর সলতে পাকানোর পর্ব৷ 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় মোদির অবদান গত ১১ বছরে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভগবান বিষ্ণু সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রধান বিচারপতির!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভাদুকে আপন করে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে, বউরা
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
কংগ্রেস নেতার নির্বাচন বাতিল করল কর্ণাটক হাইকোর্ট!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চালের স্বাদ-সুবাস দুইই ফিকে হচ্ছে? সঠিক পদ্ধতি মেনে ধুচ্ছেন তো?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বয়কটের হুমকির পর ফের মাঠের দিকে রওনা দিল পাক ক্রিকেটাররা!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চাঁচলের নার্সিংহোমে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আইসিসির সেরা হলেন বরুণ, স্মৃতি, শীর্ষে অভিষেক, হার্দিকও
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আজব অভিযোগ এনে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানিদের!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
হাইকোর্টের চাপ, মুখ্যসচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, কী জানাল হাইকোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতীয় সেনার হাতে আসছে নতুন অ্যাটাক হেলিকপ্টার!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছোটা রাজনের জামিন মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার, দেখে নিন ঝলক
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মোদি জমানায় উপজাতিদের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বনাশী চিনামাঞ্জা! কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীর
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team