নয়াদিল্লি: বুধবার দুপুর ১২টা অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কে অংশ নেবেন সদ্য সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সকালে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী একথা জানান। প্রথমে কংগ্রেস জানিয়েছিল, অনাস্থা বিতর্কের প্রথমদিনই দলের তরফে প্রথম বক্তা হিসেবে থাকবেন ওয়েনাড়ের সাংসদ। কিন্তু প্রায় শেষ মুহূর্তে রণকৌশল বদল করে আলোচনার সূচনা করেন উত্তর-পূর্বের সাংসদ গৌরব গগৈ। তবে রাহুল যে বুধবার আলোচনায় বক্তব্য রাখবেন তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না। প্রত্যাশামতোই রাহুল এদিন অংশ নেবেন আলোচনায়।
এদিকে, এদিন সকালে ভারত ছাড়ো আন্দোলনের দৃষ্টান্ত টেনে প্রধানমন্ত্রী কংগ্রেস এবং বিরোধীদের একহাত নেওয়ার পরপরই সংসদের বাইরে বিক্ষোভে নেমে পড়েন বিজেপি এমপিরা। ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিকে সামনে রেখে তাঁরা দুর্নীতি, পরিবারবাদ এবং তুষ্টিকরণের রাজনীতির প্রতিবাদ জানাতে থাকেন। কারণ এদিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভাষণ দেবেন। তার আগে থেকেই রাহুলকে মোকাবিলায় আসরে নেমে পড়েছে গেরুয়া বাহিনীর দলবল।
#WATCH | Delhi | BJP MPs hold a demonstration on the Parliament premises, remembering the Quit India Movement.
Slogans of ‘Corruption Quit India, Dynasty Quit India.
and Appeasement Quit India’ being raised by the MPs. pic.twitter.com/jhUDvHK9Uf— ANI (@ANI) August 9, 2023
প্রসঙ্গত, ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি এবং অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের দ্বিতীয় দিনের সকালেই ফের দুর্নীতি, পরিবারবাদ ‘ভারত ছাড়ো’র ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাহুল গান্ধী স্বমহিমায় লোকসভায় প্রবেশ করায় কংগ্রেসসহ বিরোধী জোট ইন্ডিয়া চাঙ্গা হয়ে উঠেছে। অনাস্থা নিয়ে সভায় রাহুল-মোদি দ্বৈরথের আগেই গান্ধী পরিবারকে আক্রমণ শানালেন মোদি। আর ৯ অগাস্ট, মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের দিনটাকেই নিশানা করার সময় হিসেবে বেছে নিলেন। মোদির আক্রমণের তিরের অবশ্য জবাবও এসেছে কংগ্রেস এবং বিরোধী শিবির থেকে।
Tributes to the greats who took part in the Quit India Movement. Under the leadership of Gandhi Ji, this Movement played a major role in freeing India from colonial rule. Today, India is saying in one voice:
Corruption Quit India.
Dynasty Quit India.
Appeasement Quit India. pic.twitter.com/w6acXBoNq1
— Narendra Modi (@narendramodi) August 9, 2023
মহাত্মার ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে মোদি এক টুইটে লিখেছেন, দেশ এখন একটা ভাষাতেই আওয়াজ তুলছে। আর তা হল দুর্নীতি, পরিবারবাদ এবং তুষ্টিকরণ ভারত ছাড়ো। মোদির কথায়, ভারত ছাড়ো আন্দোলনে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন দেশকে স্বাধীন করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উপনিবেশবাদ থেকে মুক্তি ঘটেছিল দেশের।
এরপরেই মোদির মন্তব্য, আজ ভারতে একটা আওয়াজ উঠেছে। দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারবাদ ভারত ছাড়ো, তুষ্টিকরণ ভারত ছাড়ো। উল্লেখ্য রাজস্থানের সিকর থেকে প্রধানমন্ত্রী মোদি কিছুদিন আগেই প্রথম এই ডাক দিয়েছিলেন। তারপর থেকে যে কোনও ভাষণে তিনি গান্ধী পরিবারকে বিদ্ধ করতে এই প্রসঙ্গই উত্থাপন করে চলেছেন। এমনকী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভেঙে দু-টুকরো হয়ে যাওয়ার সময়ও মোদি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, শরদ পাওয়ারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। কারণ, তার মূলে রয়েছে কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি।