কারগিল ও নয়াদিল্লি: ভারতের ভূখণ্ড চিন ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার যা বলে বেড়াচ্ছে, তা সর্বৈব মিথ্যা। শুক্রবার লাদাখ সফর শেষে কারগিলে এক জনসভায় এই ভাষাতেই ফের একবার মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, চিনের পিপলস লিবারেশন আর্মি ভারতের জমি দখল করে রেখেছে। কিন্তু, মোদিজি বলে বেড়াচ্ছেন, লাদাখের এক ইঞ্চি জমিও চিন কেড়ে নিতে পারেনি। উল্লেখ্য, গতকালই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চিন-ভারতের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে। সেখানে দ্রুত সমস্যা নিষ্পত্তির উপর জোর দেওয়া হয়েছে বলে দুদেশের দাবি। তার ঠিক পরদিনই কারগিলের দলের জনসভায় মোদিকে নিশানা করে তোপ দাগেন রাহুল।
রাহুল আরও বলেন, লাদাখ হল একটি কৌশলগত অঞ্চল। একটি বিষয় পরিষ্কার চিন ভারতের জায়গা দখল করেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, প্রধানমন্ত্রী ক্রমাগত মিথ্যা বলেছেন। তিনি বলছেন এই ইঞ্চি জমিও হাতছাড়া হয়নি। রাহুল বলেন, ভারত জোড়ো যাত্রায় আমাদের লক্ষ্য ছিল বিজেপি এবং আরএসএস দেশজুড়ে যে হিংসা ছড়াচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
আজই কারগিল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত সফরে শ্রীনগরে এসে পৌঁছবেন রাহুল। সেখানে পারিবারিক ভ্রমণে তাঁর সঙ্গে যোগ দেবেন মা সোনিয়া গান্ধীও। তবে সোনিয়ার আসার কথা শনিবার। জম্মু-কাশ্মীরের কংগ্রেস সভাপতি বিকার রসুল ওয়ানি জানিয়েছেন, দুজনের কারওরই শ্রীনগরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সম্পূর্ণ নিজস্ব সময় কাটাবেন মা ও ছেলে। এদিন দুপুরের পর কারগিল থেকে মধ্য কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার সোনমার্গে এসে পৌঁছবেন কংগ্রেস নেতা। দ্রাসে কিছুক্ষণের জন্য থেমে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন। সেখান থেকে রওনা দেবেন শ্রীনগরের উদ্দেশে। ভূস্বর্গে একটি হাউসবোট এবং হোটেলে দুরাত্রি কাটাবেন তিনি।