নয়াদিল্লি: যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই কংগ্রেস এমপি রাহুল গান্ধীকে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে মনোনীত করা হল। গত মার্চে সাংসদ পদ খারিজের আগেও রাহুল প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিরই সদস্য ছিলেন। আরও এক কংগ্রেস এমপি অমর সিংকেও মনোনীত করা হয়েছে। লোকসভার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ স্ট্যান্ডিং কমিটিতে মনোনয়ন পেয়েছেন আম আদমি পার্টির লোকসভা সদস্য সুশীলকুমার রিঙ্কু। সম্প্রতি জলন্ধর কেন্দ্রের উপনির্বাচনে জিতে তিনিই একমাত্র লোকসভায় আপের সদস্য।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির পুনর্বহাল হওয়া লোকসভা এমপি ফয়জল পিপি মহম্মদকে উপভোক্তা, খাদ্য এবং রেশন সংক্রান্ত কমিটির সদস্য করা হবে। লোকসভার স্পিকার ওম বিড়লা ওয়াইএসআর কংগ্রেসের এমপি ভরতরাম মারগানিকে পিটিশন কমিটিতে নিয়েছেন। অন্যদিকে, বিজেপি এমপি কিষান কাপুর গভর্নমেন্ট অ্যাসুরেন্সেস কমিটিতে মনোনীত হয়েছেন। কর্নাটকের বিজেপি এমপি গঙ্গাসান্দ্রা সিদ্দাপ্পা বাসবরাজকে উপভোক্তা বিষয়ক থেকে সরিয়ে শিক্ষা, নারী, যুব এবং ক্রীড়া স্ট্যান্ডিং কমিটিতে মনোনীত করা হয়েছে।