নয়াদিল্লি: ‘অপমানিত’ রাহুল গান্ধী তাঁর পুরনো বাংলোয় ফিরতে নারাজ। ১৯ বছর আগে আমেথি লোকসভা কেন্দ্রে জেতার পর থেকে কংগ্রেস সাংসদের ঠিকানা ছিল ১২ তুঘলক লেন। কিন্তু, মোদি পদবি বিতর্ক কাণ্ডে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণার পর সাংসদ পদ ও বাংলো দুই-ই খারিজ হয়ে যায় রাহুলের। তারপর সুপ্রিম কোর্টে সেই রায়ের উপর স্থগিতাদেশ পাওয়ার পর ফের পুরনো সব পদ ফিরে পান রাহুল। রীতি অনুযায়ী বর্তমানে কেরলের ওয়েনাড়ের এমপি রাহুলকে রাজধানী দিল্লিতে বাংলো দেওয়ার কথা। সেইমতো পুরনো বাংলোয় ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় রাহুলকে।
লোকসভা হাউস কমিটি ১২ তুঘলক লেনের বাংলো রাহুলকে দেওয়ার কথা জানায়। নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রাহুলকে জানাতে হতো তিনি তা গ্রহণ করছেন কিনা। কিন্তু কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সেই ১৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাহুল আসলে নিজেই ওই বাংলোয় ফিরতে চাইছেন না। হাউজিং কমিটিকে রাহুল নাকি নিজেই লিখিতভাবে সেকথা জানিয়ে দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, তিনি আর বাংলো পাবেন না। তবে প্রতিবাদের একটা কৌশল হিসেবে রাহুল যে এই কাজ করেছেন তা ঠারেঠোরে মেনে নিয়েছেন কংগ্রেস নেতারা।
আরও পড়ুন: ১৪ দিন পর কি ফিরবে চন্দ্রযান ৩, কী বলছেন বিজ্ঞানীরা?
গত ১৬ অগাস্ট রাহুল গান্ধীকে বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ৭ সফদরজঙ্গ লেনের বাড়িতে দেখা গিয়েছিল। এই বাংলোটি মহারাজা রঞ্জিত সিংয়ের। অনুমান রাহুল নিজের পছন্দমতো একটি বাসা খুঁজছেন রাজধানীতে। এর আগে শোনা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাড়িতে চলে যাবেন রাহুল।